ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

প্রতিবন্ধীদের মাঝে ঈদ অনুদান বিতরণ

প্রকাশিত: ২২:৩৭, ২ জুলাই ২০১৬

প্রতিবন্ধীদের মাঝে ঈদ অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রতিবছরের ন্যায় এবারও ঈদ-উল ফিতর উপলক্ষে জেলার বাবুগঞ্জ উপজেলার তিন শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আজ শনিবার দুপুরে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপনের নিজস্ব তহবিল থেকে নগদ ১ হাজার টাকা করে ঈদের বিশেষ অনুদানের ৩ লাখ টাকা বিতরণ করা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঈদ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নূরুল আলম। একইদিন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
×