ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থনীতি বিভাগের সব খবর

বাংলাদেশে প্রথম অফিসিয়াল স্টোর নিয়ে এলো লিভাইস

বাংলাদেশে প্রথম অফিসিয়াল স্টোর নিয়ে এলো লিভাইস

আইকনিক ডেনিম লাইফস্টাইল ব্রান্ড লিভাইস সম্প্রতি ঢাকা, বাংলাদেশে তাদের প্রথম স্টোর উদ্ভোধনের ঘোষণা দেয়। নগরীর বনানীতে অবস্থিত লিভাইস স্টোরটি এর বিবিধ পন্য ভান্ডার নিয়ে ব্র্যান্ড ও শপিং এক্সপেরিয়েন্সকে এক অন্য উচ্চতায় নিয়ে স্থানীয় ক্রেতা বাজার তৈরি করেছে। এশিয়ার বাজারে লিভাইসের প্রসারের ধারাবাহিকতায় ঢাকার এ স্টোরটি সারাদেশের বিভিন্ন স্থানে ব্র্যান্ডটির স্টোর খোলার পরিকল্পনা বাস্তবায়নের প্রমাণ। এদেশে লিভাইসের অফিশিয়াল পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপের অন্যতম ডিবিএল গ্রুপ।

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান ॥ সালমান এফ রহমান

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান ॥ সালমান এফ রহমান

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজ রিপাবলিক। পাশাপাশি বাংলাদেশের সংগে অর্থনৈতিক সম্পর্কও জোরদার করতে চায় দেশটি। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সংগে বৈঠক শেষে এসব কথা জানান ঢাকা সফররত কিরগিজ রিপাবলিকের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আভাজবেক আতাখানভ। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, তৈরি পোশাক শিল্প, শিক্ষাসহ নানা খাতে দুদেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ আছে। দুদেশই এসব সুযোগ কাজে লাগাতে চায়। এ ছাড়াও কৃষি ও প্রযুক্তি খাতেও কাজ করতে পারে দুই দেশ।  সালমান এফ রহমান এমপি বলেন, দুই দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশী প্রায় এক হাজার মেডিক্যাল শিক্ষার্থী দেশটিতে অধ্যয়ন করছে।

সময়মতো বিজিএপিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা

সময়মতো বিজিএপিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা

গোঁজামিলের তফসিলের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪-২৬। আগামী ১১ মে এই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে, তবে নির্বচানকে কেন্দ্র করে মামলা আর বারবার উকিল নোটিসের ঘটনায় সময়মতো নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।  সোমবার ছিল চূড়ান্ত প্রার্থী এবং প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশের শেষ দিন। তবে প্রার্থীরা এখন পর্যন্ত জানেন না ঢাকা ও চট্টগ্রামে কিভাবে নির্বাচন হবে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিজিএপিএমইএ বোর্ডের চেয়ারম্যান ও বাণজ্যি মন্ত্রনালয়ের উপ-সচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম বলেন, সমিতির সংঘবিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিলে বলা হয়েছে পরিচজালনা পরিষদে ২১ জন পরিচালকের মধ্যে ১৬ জন ঢাকার কারখানার সদস্যদের মধ্য থেকে এবং ৫ জন চট্টগ্রামের কারখানার সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন।  একজন ভোটার কতটি ভোট দেবেন বা অন্যান্য বাণিজ্য সংগঠনের মতো সব প্রার্থীকে ভোট দিবেন কি-না এ ব্যাপারে সুস্পষ্ট কিছু উল্লেখ না থাকার বিষয়টি জানতে চাইলে রাজ্জাকুল ইসলাম বলেন, এ ব্যাপারে তারা এখনো কিছু জানেন না। আগামী বুধবার প্রার্থীদের সঙ্গে আলাপ করে তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া চট্টগ্রামে নির্বাচন অনুষ্ঠান হবে কি-না এ ব্যাপারেও বুধবারের সভায় তারা সিদ্ধান্ত নেবেন বলে জানান।

শেয়ারবাজারে দরপতন ঠেকাতে তিন সিদ্ধান্ত

শেয়ারবাজারে দরপতন ঠেকাতে তিন সিদ্ধান্ত

কিছুদিন ধরেই শেয়ারবাজারে টানা দরপতন চলছে। এই দরপতন ঠেকানোর উপায় খুঁজে বের করতে বাজার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার বিকেল ৩টায় বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বিএসইসির প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেয়ারবাজারের উন্নয়নে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।   এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক, ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ), মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং প্রধান ১০টি ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেয়ারবাজারের বর্তমান সংকট থেকে উত্তরণে প্রাথমিকভাবে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো- প্রতিটি প্রতিষ্ঠানের ডিলার অ্যাকাউন্ট থেকে বাজারে সর্বোচ্চ সহযোগিতা প্রদান, ব্যাংকের ট্রেজারি প্রধানদের সঙ্গে বৈঠক করে বিনিয়োগ সক্রিয় করা এবং মিউচুয়াল ফান্ডকে শক্তিশালী করা। সভায় বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, শেয়ারবাজারের অংশীজন এবং ব্রোকাররা বাজারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করছেন। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বাজার সংশ্লিষ্টদের মতামত গুরুত্ব সহকারে মূল্যায়ন করে থাকে এবং শেয়ারবাজারের বিভিন্ন বিষয়ে বাজার সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ এর মাধ্যমে দেশের শেয়ারবাজারের সমৃদ্ধি নিশ্চিত করাই বিএসইসির লক্ষ্য।