ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে ওজনে চাল কম দেয়ায় দুই ইউপি সদস্যর কারাদণ্ড

প্রকাশিত: ০২:৫৭, ১৬ এপ্রিল ২০২০

বরিশালে ওজনে চাল কম দেয়ায় দুই ইউপি সদস্যর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলেদের জন্য সরকারীভাবে বরাদ্দকৃতন খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ায় জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) রোকনউজ্জামান ও জাকির হোসেনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হালদার জানান, জেলেদের চাল ওজনে কম দেয়ার অভিযোগে বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পাওয়া যায়। পরে সেখানে এ কাজের সাথে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালত দুই ইউপি সদস্যকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ১৮৪ বস্তা চাল উদ্ধারের ঘটনায় মামলা ॥ একই ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলমের মালিকানাধীন ঘর থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারী ১৮৪ বস্তা চাল উদ্ধার করেছে র্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে বাদি হয়ে র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা। বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, উদ্ধার করা ১৮৪ বস্তা চাল থানায় নেয়া হয়েছে। এর আগে বুধবার রাতে র্যাব সদস্যরা কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট এলাকায় নুরে আলমের মালিকানাধীন একটি ঘরে অভিযান চালিয়ে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আত্মসাতকৃত ১৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেন।
×