ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইবাদত বন্দেগিতে পালিত হলো লাইলাতুল বরাত

প্রকাশিত: ১০:০৩, ১১ এপ্রিল ২০২০

 ইবাদত বন্দেগিতে পালিত হলো লাইলাতুল বরাত

স্টাফ রিপোর্টার ॥ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পালিত হলো পবিত্র লাইলাতুল বরাত। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে মুসল্লিরা ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন। জিকির আসকার, নফল নামাজ আদায়, মিলাদ মাহফিল ও কোরান তেলাওয়াতের মধ্যে মুসল্লিরা রাত অতিবাহিত করেন। তবে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে এই রাতে সবাই ঘরে বসেই ইবাদত পালন করেন। এছাড়া আল্লাহর নৈকট্য লাভ ও ক্ষমা প্রার্থনা এবং ভয়াবহ করোনার বিস্তার রোধে তারা আল্লাহর কাছে প্রার্থনা করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ধর্মপ্রাণ মুসলমান বাড়িতে বসে ইবাদত বন্দেগি শুরু করেন। সারা রাতই তারা ইবাদত বন্দেগি করে কাটায়। তবে কারও সংক্রমণের কারণে ঢাকাসহ সারাদেশে প্রায় লকডাউন অবস্থা চলছে। লোক সমাগম এড়াতে পুলিশ ও আর্মি মোতায়েন করা হয়েছে। ফলে কোন মহল্লায় এই রাতে আতশবাজি বা পটকা ফোটানোর ঘটনা ঘটেনি। এছাড়া সারাদেশেই মুসল্লিরা বাড়িতে বসেই ইবাদত বন্দেগি পালন করেন। মুসল্লিরা নফল নামাজ, কোরান তেলাওয়াত, জিকির আসকার, ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে পার করেন এ রজনী।
×