ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জ্বর সর্দি শ্বাসকষ্টে প্রকৌশলী ও ব্যবসায়ীসহ ২২ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:০২, ১১ এপ্রিল ২০২০

  জ্বর সর্দি শ্বাসকষ্টে  প্রকৌশলী ও  ব্যবসায়ীসহ ২২ জনের  মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট মাথাব্যথা ও গলাব্যথাসহ আরও কয়েকটি উপসর্গ নিয়ে দেশের বিভিন্নস্থানে প্রতিদিন একাধিক নারী-পুরুষ-শিশু মারা যাচ্ছে। এভাবে মৃত্যুর হার বেড়েই চলেছে। স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে গিয়েও অনেকে ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এসব মৃত্যুর ঘটনাকে কেউ কেউ ‘করোনা উপসর্গে মৃত্যু’ বলেও দাবি করছে। বিগত কয়েক দিনে সাম্প্রতিক অতীতের চেয়ে মৃত্যুর হার বেড়েছে। এই ক’দিনে বিভিন্ন জেলা-উপজেলায় অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতারা জানান, একই ধরনের উপসর্গ নিয়ে শুক্রবার বগুড়া থেকে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, গাজীপুরে পোশাক কারখানার মালিক এবং কুড়িগ্রামে প্রকৌশলী মারা গেছে। টাঙ্গাইলে দুইজন, শেরপুরে দুই শিশু, জয়পুরহাটে যুবক, ব্রাহ্মণবাড়িয়ায় গ্রহবধূ, গাজীপুরের শ্রীপুরে এক যুবক, লালমনিরহাটের হাতীবান্ধায় কাঠ ব্যবসায়ী, নওগাঁয় কৃষক, নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারীসহ দুইজন, বরগুনার আমতলী ও পাথরঘাটায় দুইজন, নাটোরে গৃহবধূ, ঢাকায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক ব্যক্তি, পটুয়াখালীতে একজন, ফরিদপুর মেডিক্যালে বৃদ্ধ এবং ফেনীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
×