ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাহারাদার ও বেরিকেড চালু, বাস্তবমুখি সিদ্ধান্ত গ্রহণে ব্যাপক প্রশংসিত ঈশ্বরদীর কামালপুরবাসী

প্রকাশিত: ০৪:৪৪, ১০ এপ্রিল ২০২০

পাহারাদার ও বেরিকেড চালু, বাস্তবমুখি সিদ্ধান্ত গ্রহণে ব্যাপক প্রশংসিত ঈশ্বরদীর কামালপুরবাসী

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ করোনা ভাইরাসের ছোবল থেকে গ্রামবাসীকে বাঁচাতে ঈশ্বরদীর কামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় স্কুলে সূর্যদয় সেবা সংঘ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,সাবেক চেয়ারম্যান আনিস মোল্লাহ। হাফেজ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ^রদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না,মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মজনু সরদার,এনামুল হক মাস্টার,রঞ্জু ও হাসান আলীসহ অন্যরা। সভায় কামালপুর গ্রামকে করোনা মুক্ত রাখতে গ্রামে প্রবেশের ছয় রাস্তার মোড়ে বাঁশের বেরিকেড দিয়ে রাস্তা বন্ধ করা,ছয় রাস্তার মোড়ে হাত ধোয়ার ব্যবস্থা করণ ও জীবাণু নাশক স্প্রে দেওয়া এবং প্রত্যেক মোড়ে দু’জন করে পাহারাদার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বহিরাগত যে কোন ব্যক্তিকে ১৪ দিন বাড়ির মধ্যে লকডাউনে রাখা,প্রত্যেকটি দোকানের সামনের বাঁশের তৈরী মাচা স্বেচ্ছায় অপসারণ করার সিদ্ধান্ত হয়। প্রধান অতিথি প্রাথমিকভাবে দুঃস্থ গরীব পরিবারের মধ্যে দু’শ সাবান ও সভায় উপস্থিত সকলের মধ্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন। প্রয়োজনে আরও সাবান বিতরণ করা হবে বলেও প্রধান অতিথি ঘোষণা দেন। কামালপুর গ্রামসহ দেশবাসীকে করোনা মুক্ত করতে বিশেষ দো’য়া অনুষ্ঠিত হয়। ঈশ^রদীর কামালপুর গ্রামে এ ধরণের বাস্তবমুখি সিদ্ধান্ত গ্রহণে ব্যাপক প্রশংসিত হয়েছে।
×