ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে ২৪ ঘন্টা ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস

প্রকাশিত: ০৩:০৬, ১০ এপ্রিল ২০২০

বরিশালে ২৪ ঘন্টা ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ করোনায় আক্রান্ত বা উপসর্গ দেখা দিলে জরুরী রোগীদের বরিশাল শেরে ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়ার জন্য জেলা বাসদ’র পক্ষ থেকে নগরীতে জরুরী দশটি অটোরিকসার মাধ্যমে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। বৃহস্পতিবার থেকে নির্ভয়, আস্থা, সোহার্দ্য, আরোগ্য ও মুক্তি নামের দশটি আটোরিকসার মাধ্যমে জরুরী রোগী পরিবহনের মাধ্যমে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রম শুরু হয়েছে। বাসদের জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, বরিশালে আমরা প্রথম করোনা শুরু থেকেই বিভিন্ন প্রচার-প্রচারনা করা থেকে নগরীতে সাধারণ মানুষের মাঝে প্রচার করে যাচ্ছি। এছাড়া এখানে আমাদের পক্ষ থেকে প্রদিনই মাক্স, হ্যান্ডওয়াস ও খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে। এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। ২৪ ঘন্টা রোগীদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানের জন্য হটলাইনও খোলা হয়েছে। (০১৫৭২-৩১৪০৮৫) এই নাম্বারে কল দিলেই রোগীর সেবায় পৌঁছে যাবে ফ্রি এ্যাম্বুলেন্স।
×