ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিতাসে করোনা ভাইরাসে আক্রান্ত ১ ॥ ৪ গ্রাম লকডাউন

প্রকাশিত: ০২:০৬, ১০ এপ্রিল ২০২০

তিতাসে করোনা ভাইরাসে আক্রান্ত ১ ॥ ৪ গ্রাম লকডাউন

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ কুমিল্লার তিতাস উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত ১জন সনাক্ত হয়েছে। রোগীর নিজ গ্রাম বিরামকান্দিসহ ৪ গ্রাম লকডাউন করেছে উপজেলা প্রশাসন। আক্রান্ত রোগীর বাড়ি উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বিরামকান্দি গ্রামের উক্ত ব্যক্তি ঢাকা নন্দি পাড়া একটি পাইকারী চাউলের দোকানে লেবার হিসেবে চাকরী করতো। লকডাউনকৃত গ্রাম গুলি হলো বিরামকান্দি, মনাইরকান্দি, কাপাসকান্দি ও গাজীপুর। তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সরফরাজ হোসেন খান জানান, উক্ত ব্যক্তি ৫ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে আসে এবং ৬ এপ্রিল হাসপাতালে আসলে আমাদের সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠাই। গতকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকালে করোনা ভাইরাসের রিপোর্ট আসে পজেটিভ। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন সন্ধায় আমরা খবর পেয়ে দ্রুত রোগীর বাড়িতে যাই এবং তার নিজ গ্রামসহ এবং তার সংস্পর্শে আশা আত্মীয় স্বজনদের চার গ্রাম লকডাউন করে দেয়া হয়েছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আহম্মেদ ফকির ও কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূইয়া।
×