ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হলেন ১০৭ বছরের নারী!

প্রকাশিত: ২৩:১৭, ১০ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হলেন ১০৭ বছরের নারী!

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবেল যখন গোটা বিশ্বে কাঁপছে, তখন এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয়ী হলেন ১০৭ বছর বয়সের এক নারী। এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে সুস্থ হয়ে ওঠার তালিকায় তিনিই সবচেয়ে বেশি বয়স্ক। এই নারীর নাম কর্নেলিয়া রাস। তিনি নেদারল্যান্ডসের অধিবাসী। গেল ১৭ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। ডাচ সংবাদমাধ্যম জানায়, ওই দিন নেদারল্যান্ডসের একটি চার্চের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কর্নেলিয়া। তার সাথে অংশগ্রহণকারী আরও ৪০ জন করোনায় আক্রান্ত হন। এ পর্যন্ত আক্রান্ত ৪০ সদস্যের ১২ জনই মারা গেছেন। কর্নেলিয়ার এক স্বজন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জানান, আমরা আশাই করিনি তিনি বেঁচে যাবেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ১০৪ বছর বয়সী এক বৃদ্ধা। সূত্র: নিউইয়র্ক টাইমস।
×