ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মনপুরায় ২১৫ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে : ৩ বাড়ি লকডাউন

প্রকাশিত: ০৪:০৪, ৯ এপ্রিল ২০২০

মনপুরায় ২১৫ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে  : ৩ বাড়ি লকডাউন

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় করোনা সংক্রমণ রোধে ২১৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখাসহ দুইটি বাড়ি ও দৌলতখান উপজেলার দলিলখার হাট বাজারে একটি বাড়ি লকড্ ডাউন করছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে দৌলতখান থানার ওসি বজলা রহমান জানান, বুধবার রাতে নারায়নগঞ্জ থেকে এক নারী দৌলতখানের দলিলখার হাটে চলে আসেন। করোনা ঝুঁকি থাকার কারনে ওই বাড়িটি প্রশাসন লকড ডাউন করেন। অপর দিকে, লকডাউন ভেঙে ঢাকার মিরপুর ও যাত্রাবাড়ী থেকে দুই ব্যক্তি পালিয়ে মনপুরায় নিজ বাড়িতে চলে আসেন। তাই ওই বাড়ি দুইটি লকড্ ডাউন করা হয়। এছাড়াও মাদারীপুরের শিবচর ও ঢাকার মাওয়া থেকে তিনটি ট্রলার বোঝাই করে বুধবার বিকালে ১৭৮ জন মনপুরায় আসে। এছাড়াও তাবলীগ জামায়েতের ৩৭ সদস্যসহ মোট ২১৫ জনকে মনপুরা উপজেলার দুটি স্কুল ও একটি কলেজ ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
×