ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে জেলায় হোম কোয়ারেন্টাইন ৬

প্রকাশিত: ০৩:৫৯, ৯ এপ্রিল ২০২০

ঝালকাঠিতে জেলায় হোম কোয়ারেন্টাইন ৬

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত থেকে বিদেশ আসা প্রবাসীদের মধ্যে ১৯২ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বর্তমানে পর্যন্ত ১৮৬ জন হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন কাটিয়ে ছাড়পত্র নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। বর্তমানে নলছিটি উপজেলায় ২জন, ঝালকাঠি সদর উপজেলায় ২ জন এবং কাঠালিয়া উপজেলায় ২জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। কোয়ারেন্টাইনে থাকাকালীন সর্দি-কাশি থাকা এপর্যন্ত ৩৬ জনের স্যাম্পেল ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৩জনের রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে তাদের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। অবশিষ্টদের রিপোর্ট আগামি ২-১দিনের মধ্যে পাওয়া যাবে বলে ঝালকাঠি সিভিল সার্জন ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার জানিয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বৃহস্পতিবারও সেনা বাহিনী ও পুলিশ কঠোর অবস্থান নিয়ে শহরের মোড়গুলো লকডাউন করে দেয়ার ফলে মানুষের চলা ফেরা নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও প্রধান সড়কের সাথে পারিবারিক সংযোগ রাস্তাগুলিতে পরিবার ও এলাকাবসী নিজেদের উদ্যোগেই চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী জানিয়েছেন, ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও ২ টি পৌরসভা এলাকায় অনুররূপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় মোড়গুলি লক ডাউন করা হয়েছে। এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে যে সকল ব্যক্তিরা বা প্রতিষ্ঠান সরকারে নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন। অন্যদিকে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানিয়েছেন এই অবস্থান প্রয়োজন হলে আরো কঠোর করা হবে।
×