ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাওয়ায় দীর্ঘস্থায়ী জীবণুনাশক স্পে শুরু

প্রকাশিত: ০৩:৫৩, ৯ এপ্রিল ২০২০

মাওয়ায় দীর্ঘস্থায়ী জীবণুনাশক স্পে শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের মাওয়ায় বৃহস্পতিবার দীর্ঘস্থায়ী জীবণুনাশক স্পে শুরু হয়েছে। জীবণুনাশক পানি ভর্তি ট্রাকে মাওয়ার রাস্তাঘাটের সর্বত্র ছিটানো হচ্ছে। আর বহনযোগ্য স্প্রে মেশিনে হাটবাজারের ভেতর বাড়ি-ঘরে স্প্রে করা হচ্ছে। এটি এই করোনা দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন চলমান থাকবে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি উদ্যোগে পুরো এলাকায় এই কর্মসূচি চালু করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন। সভাপতিত্ব করেন কর্মসূচিটি বাস্তায়নকারী স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেদিনীমন্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান।
×