ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইতালিতে আরেক বাংলাদেশীর মৃত্যু

প্রকাশিত: ১২:২৭, ৯ এপ্রিল ২০২০

ইতালিতে আরেক বাংলাদেশীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মোঃ সালাউদ্দিন ছৈয়াল (৪৬) নামে ওই ব্যক্তি স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটে বেরগামোর একটি হাসপাতালে মারা যান। মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব মাওলানা জোনাইদ সোবহান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবর ওয়েবসাইটের। করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এ পর্যন্ত ৬ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এরমধ্যে মিলানে তিনজন এবং ভেনিস, নাপোলি ও বেরগামোতে একজন করে বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সালাউদ্দিন ছৈয়ালের গ্রামের বাড়ি বাংলাদেশের শরীয়তপুরে। সিঙ্গাপুরে ১০২ বাংলাদেশী আক্রান্ত ॥ সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা দুইদিনেই শতকের ঘর ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গল ও বুধবার দেশটিতে নতুন করে ২৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১০২ জনই বাংলাদেশী শ্রমিক। এর মধ্যে মঙ্গলবার ৭৫ জন এবং বুধবার ২৭ জন বাংলাদেশীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়।
×