ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে ব্যক্তি উদ্যোগে হাসপাতালে করোনা ইউনিট চালু

প্রকাশিত: ১১:২০, ৯ এপ্রিল ২০২০

নাটোরে ব্যক্তি উদ্যোগে হাসপাতালে করোনা ইউনিট চালু

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৮ এপ্রিল ॥ করোনা মোকাবেলায় নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত, চিকিৎসা ও সেবা দানের লক্ষে ‘করোনা ইউনিট’ চালু করেছেন হাসপাতালটির স্বত্বাধিকারী, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহামান পাটোয়ারি। বুধবার দুপুরে ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালটিতে করোনা ইউনিট চালু করেন। পরে ১২০ অসহায় দরিদ্রের মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহান প্রাং, আবুল কালাম আজাদ, বনপাড়া পৌর কাউন্সিলর মোহিত কুমার সরকার, বোরহান উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম।
×