ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাঙ্গাবালীতে কোয়ারেন্টাইনে ভারতীয় নাগরিক ৭ তবলীগ কর্মী

প্রকাশিত: ১১:১৯, ৯ এপ্রিল ২০২০

রাঙ্গাবালীতে কোয়ারেন্টাইনে ভারতীয় নাগরিক ৭ তবলীগ কর্মী

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলতলা গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় সাত নাগরিককে বিশেষ কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হয়েছে। এরা সকলেই তবলীগ জামাতের সদস্য। তিন মাস আগে তারা বাংলাদেশে এসেছিলেন। এদের প্রাথমিক কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ার কারণে গ্রামের মসজিদ সংলগ্ন মারকাস বা তালিম ঘরে বিশেষ কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাশফাকুর রহমান জানান, ভারতীয় এ সাত নাগরিক এ বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তবলিগে বাংলাদেশে আসেন। এর আগে তারা পটুয়াখালী সদরে ৩৩ দিন, কলাপাড়া উপজেলায় ১৮ দিন ও গলাচিপা উপজেলায় ৮ দিন অবস্থান করে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের প্রত্যন্ত সাগরপাড়ের চরআন্ডা গ্রামে আসেন। সেখানে কয়েকদিন থেকে মঙ্গলবার বিকেলে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলতলা গ্রামে আসেন। ভারতীয় নাগরিক মুুসল্লিরা গ্রামে আসায় এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তিনি বলেন, খাবারসহ নানা সমস্যার কারণে মুসল্লিরা চরআন্ডা থেকে এখানে চলে এসেছেন বলে জানিয়েছেন। যেহেতু এই মুসল্লিদের কোয়ারেন্টাইন অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপরও তারা বিদেশী নাগরিক। তারা যাতে বাইরের অন্য কারও দ্বারা করোনা সংক্রমণ না হন, এজন্য গ্রামের মসজিদ সংলগ্ন মারকাস ঘরে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। হিলিতে দেশে ফেরা তবলীগ কর্মীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত ॥ স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, ভারতে অবস্থানরত বাংলাদেশী তবলীগ জামাতের দলকে হিলি চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশে প্রতিহতের ঘোষণা দিয়েছেন দিনাজপুরের হিলির স্থানীয় জনগণ। ভারতে তবলীগ জামাতে অংশ নিতে গিয়ে আটকে পড়া বাংলাদেশী মুসল্লিদের ৪০ সদস্যের একটি দল বুধ অথবা বৃহস্পতিবারের মধ্যে হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসার কথা রয়েছে। তাদের সরকারী ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে রাখতে হাকিমপুর সরকারী ডিগ্রী কলেজসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন সেন্টার বানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারত থেকে তাদের ফিরে আসার খবরে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে হিলি চেকপোস্ট দিয়ে তাদের দেশে প্রবেশে প্রতিহত করার এই ঘোষণা দিয়েছে স্থানীয় জনগণ।
×