ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনা সহায়তায় লোকনাট্য দলের উদ্যোগ

প্রকাশিত: ১১:১৮, ৯ এপ্রিল ২০২০

করোনা সহায়তায় লোকনাট্য দলের উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বজুড়ে একটাই নাম করোনাভাইরাস। প্রতিদিন এই ভাইরাসের আক্রমণে ঝরে পড়ছে হাজারো প্রাণ। এই নোভেল করোনাভাইরাস সংক্রমণের ফলে বিশ্বের মতো বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনেও স্থবিরতা নেমে এসেছে। বন্ধ রাখা হয়েছে টিভি নাটক ও সিনেমার শূটিং। বন্ধ রয়েছে সিনেমা হল। রাজধানীর শিল্পকলা একাডেমিতে হচ্ছে না কোন নাট্য প্রদর্শনী। করোনাভাইরাস সংক্রমণে মহাসঙ্কটে পড়া মানুষদের সহায়তার উদ্যোগ নিয়েছে দেশের স্বনামধন্য নাট্য সংগঠন লোক নাট্যদল (বনানী)। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির পক্ষ থেকে বুধবার এ তথ্য জানানো হয়। দলটির প্রচার ও গণ-সংযোগ সম্পাদক এস এম আজাদ রহমান প্রেরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবে দেশে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এরইমধ্যে সামাজিক সংক্রমণ শুরু হয়েছে। ফলে নানা খেটে খাওয়া মানুষের প্রতিদিনের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। দেশের অন্য সব কর্মকা-ের মতো আমাদের নাট্যাঙ্গনও আজ স্থবির। সারাদেশে নাট্য কর্মকা- বন্ধ হয়ে যাওয়ার ফলে নাট্যদলগুলোর পাশাপাশি নাটকের নেপথ্যের শিল্পী, যেমন মেকআপ, লাইট, সেট, পর্দা সরবরাহ ও এদের সহযোগী দিনভিত্তিক নাটকের কারিগরি পেশাজীবীরাও আজ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। মানবিক সহায়তায় লোক নাট্যদল (বনানী) সবসময়ই অগ্রগামী ভূমিকা পালন করে থাকে। বরাবরের মতো এবারও করোনা সংক্রমণের এ বিপর্যয়ে কর্মহারা মানুষগুলোকে সহযোগিতার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান নাট্যসংগঠন লোক নাট্যদল (বনানী)। লোক নাট্যদল (বনানী) এ উদ্যোগে অন্যদেরও এগিয়ে আসার ও সহযোগিতার অনুরোধ জানিয়েছে। লোক নাট্যদলের সাহায্য তহবিলে ব্যক্তিগত বা পারিবারিক বা সংগঠনের অনুদানটি প্রদান করে সীমাহীন দুর্ভোগে থাকা মানুষগুলোর পাশে দাঁড়াতে লোক নাট্যদল (বনানী) দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে এবং সহযোগিতা ও পরামর্শ কামনা করছে। অনুদানের পরিমাণ যাই হোক, নিম্নলিখিত যে কোন বিকাশ নাম্বারে পাঠাতে অনুরোধ করা হচ্ছে। অনুদান পাঠানোর বিকাশ নম্বর: মুজাক্কির আলম রাফান: ০১৯৭৫০৭৭৭৫০ অথবা পিনাকী রঞ্জন সরকার: ০১৭১৯৫২৫৪০১। বিস্তারিত জানতে চাইলে ফোন করা যেতে পারে: ০১৭১১১৪৯১৪৬, ০১৭১৩৩৩৬২১৯।
×