ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হটলাইনে কল এসেছে ১ লাখ ১৬,৬১৪

আরও ৩ করোনা রোগীর মৃত্যু, শনাক্ত ৫৪, ৩৯ জনই ঢাকার

প্রকাশিত: ১১:০৪, ৯ এপ্রিল ২০২০

আরও ৩ করোনা রোগীর মৃত্যু, শনাক্ত ৫৪, ৩৯ জনই ঢাকার

স্টাফ রিপোর্টার ॥ দেশে আরও তিন করোনা রোগীর মৃত্যু হয়েছে এবং নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৪ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২০ এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জনে। নতুন করে কেউ সুস্থ হননি। দেশে করোনায় মৃতের হার ৯ শতাংশ এবং সুস্থ হওয়ার হার ১৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৮১টি। নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জন ঢাকার অধিবাসী। গত ২৪ ঘণ্টায় হটলাইনগুলোতে সারাদেশ থেকে করোনাসংক্রান্ত কল এসেছে মোট ১ লাখ ১৬ হাজার ৬১৪। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ করোনা রোগী। ঢাকার ভেতরে ৯টি এবং ঢাকার বাইরে ৭টি ল্যাবরেটরিতে বর্তমানে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। বুধবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলেন এ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ সানিয়া তহমিনা। অধ্যাপক ডাঃ সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছেন। বয়সের ভিত্তিতে বিচার করলে ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন পাঁচজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০-এর মধ্যে সাতজন, ৬০ বছরের বেশি ১০ জন। নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জন ঢাকার ভেতরে, একজন ঢাকার অদূরে, বাকিরা ঢাকার বাইরের অধিবাসী। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণসংক্রান্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৮৮টি, পরীক্ষা হয়েছে ৯৮১টি। এর মধ্যে ৫৬৩টি ঢাকায় এবং ৪২৫টি ঢাকার বাইরে। অধ্যাপক ডাঃ সানিয়া তহমিনা জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় আইইডিসিআর ল্যাবে ২০৫টি, আইপিএইচ ১৮৮টি, আইসিডিডিআর’বি ল্যাবে ৫১টি, ঢাকা শিশু হাসপাতালে ৩৩টি, বিএসএমএমইউ ল্যাবে ৪৭টি, আইদেশী ল্যাবে ৩৩টি, ঢাকা মেডিক্যাল কলেজে ১৫টি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন ল্যাবে ৩৮টি, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে ১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অর্থাৎ ঢাকার ভেতরে সংগৃহীত মোট ৬২২টি নমুনার পরীক্ষা করা হয়েছে। আর ঢাকার বাইরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকস এ্যান্ড ইনফরমেশন ডিজিজেস ল্যাবে ৪৭টি, ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ৯৩টি, রাজশাহী মেডিক্যাল কলেজে ৩৫টি, কক্সবাজার মেডিক্যাল কলেজে ২৫টি, রংপুরে মেডিক্যাল কলেজে ৪৩টি, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে ৯৪টি এবং খুলনা মেডিক্যাল কলেজে ১২টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এভাবে ঢাকার বাইরে গত ২৪ ঘণ্টায় মোট ৩৫৯টি নমুনার জন্য পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ঢাকার ভেতরে ও বাইরে মোট পরীক্ষা করা হয় ৯৮১। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ৭৩৭ জন এবং হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৩৯ জন। এ পর্যন্ত মোট ৬৮ হাজার ৩২৪ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছে এবং ছাড় পেয়েছেন ৫৮ হাজার ১৬৭ জন। করোনা সন্দেহে বর্তমানে আইসোলেশনে আছেন ১১১ জন। করোনাসংক্রান্ত কলের বিষয়ে অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য বাতায়নের নম্বরে ৬১ হাজার ৭৪৩টি, ৩৩৩ নম্বরে ৫১ হাজার ৪টি এবং আইইডিসিআর’র নম্বরে ৩৮৬৭টি করোনাসংক্রান্ত কল এসেছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মোট কল এসেছে ১ লাখ ১৬ হাজার ৬১৪টি। তিনি আরও জানান, এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ৬ লাখ ৯১ হাজার ২৯২টি পিপিই এবং বিতরণ করা হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৪৭৪টি। বর্তমানে মজুদ রয়েছে ২ লাখ ২০ হাজার ৫১৮টি পিপিই। আর টেস্ট কিটস মজুদ রয়েছে ৭১ হাজার। চট্টগ্রামে আরও ৩ জন করোনায় আক্রান্ত ॥ এদিকে চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘নতুন যে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি নগরীর সাগরিকা, হালিশহর ও সীতাকুণ্ড উপজেলায়। তাদের বিষয়ে ডিএসবিকে তথ্য দেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের বাড়ি লকডাউনের নির্দেশনা দেয়া হয়েছে।’
×