ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লা লিগা মাঠে গড়ানোর সম্ভাব্য সময় প্রকাশ!

প্রকাশিত: ০৯:২৪, ৯ এপ্রিল ২০২০

লা লিগা মাঠে গড়ানোর সম্ভাব্য সময় প্রকাশ!

স্পোর্টস রিপোর্টার ॥ নোভেল করোনাভাইরাসের কারণে বিশ্বের সব খেলাধুলাই বন্ধ। তবে এরই মধ্যে ভক্ত-অনুরাগীদের আশার খবর শুনাচ্ছে স্প্যানিশ লা লিগার কর্তৃপক্ষ। প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ কমে এলেই মৌসুমের বাকি ম্যাচগুলো মাঠে গড়ানোর পরিকল্পনা করছেন তারা। শুধু তাই নয়, লা লিগা মাঠে গড়ানোর সম্ভাব্য কয়েকটি তারিখও এরই মধ্যে বলে দিয়েছেন লীগ সভাপতি জাভিয়ের তেবাস। তিনি জানিয়েছেন, মে মাসের শেষ দিকে শুরু হতে পারে লা লিগার চলতি মৌসুমের বাকিটা। মৌসুমের বাকি ম্যাচগুলো না হলে প্রায় ৮৮ কোটি ইউরো ক্ষতি হতে পারে স্পেনের শীর্ষ এই লীগের। আবারও লা লিগা শুরু করার তিনটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন তেবাস- ২৮ মে, ৬ জুন বা ২৮ জুন। এ ব্যাপারে ইউরোপের অন্যান্য লীগ ও ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা উয়েফার সঙ্গে যোগাযোগ করেই সম্ভাব্য তারিখগুলো ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন লা লিগা সভাপতি। তেবাস জানিয়েছেন, ২৮ মে লা লিগা ও অন্যান্য লীগগুলো শুরু হলে জুলাইয়ের দিকে উয়েফার প্রতিযোগিতাগুলো মাঠে গড়াতে পারে। লীগগুলো যদি ৬ জুন শুরু হয় তাহলে উয়েফার প্রতিযোগিতাগুলো শুরু হতে পারে জুলাইয়ের শেষ দিকে। আর লীগগুলো ২৮ জুন শুরু হলে উয়েফার প্রতিযোগিতাগুলো শুরু হতে পারে আগস্টে। লীগ না হলে কী পরিমাণ ক্ষতি হবে সে প্রসঙ্গে তেবাস বলেন, ‘যদি লীগ পুনরায় শুরু না হয়, সেক্ষেত্রে স্প্যানিশ ক্লাবগুলোর প্রায় ১ বিলিয়ন ইউরো ক্ষতি হবে। ক্ষতির পরিমাণ নির্ণয়ে শুধু লীগের আয়ই নয়, চ্যাম্পিয়নস লীগ থেকে যে আয় হতো সেটাকেও যুক্ত করা হয়েছে। যদি মৌসুমের বাকি ম্যাচগুলো ফাঁকা মাঠে আয়োজন করতে হয়, সেক্ষেত্রে ৩০০ মিলিয়ন এবং যদি ফ্যানদের সামনে ম্যাচ অনুষ্ঠিত হয় তাহলে ১৫০ মিলিয়ন ইউরো ক্ষতি হবে আমাদের।’ তেবাস আর্থিক ক্ষতি যতটা কমিয়ে আনা যায় সেদিকে মনোযোগ দিয়ে সংশ্লিষ্ট সবাইকে এক হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন। তেবাস এ সময় চলমান নানান বিতর্কিত সিদ্ধান্তের ব্যাপারে খুলাখুলি কথা বলেছেন। তিনি জানান, ‘আমরা এখন ব্যতিক্রমী, অবিশ্বাস্য এবং প্রবল সঙ্কটের মধ্যে আছি। সবাই অর্থ হারাচ্ছেন। খেলোয়াড়দের বেতন কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের আর্থিক ক্ষতি হবে- এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবে এনিয়ে আমরা কোন ইউনিয়নকে পাইনি যাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে প্রথম এবং দ্বিতীয় বিভাগের আটটি ক্লাব ইআরটিই (অস্থায়ী কর্মসংস্থান নিয়ন্ত্রণ ফাইলের) জন্য অনুরোধ করেছে। আগামী কয়েক দিনে আমাদের সব দল ইআরটিই বা স্বতন্ত্র চুক্তির মাধ্যমে বেতন কমানোর প্রক্রিয়া শুরু করবে। আমরা স্প্যানিশ ফুটবল রাষ্ট্রীয় সহায়তা চাই না। তবে আমাদের আর্থিকভাবে স্বাধীন হওয়াটা জরুরী।’ লীগ মৌসুম পেছানোয় স্বাভাবিকভাবেই পেছাচ্ছে গ্রীষ্মকালীন দল বদলের মৌসুম। এ প্রসঙ্গে লা লীগা সভাপতি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এটা পরিষ্কার যে দল বদল পেছাচ্ছে। জুলাই ১ থেকে সেপ্টেম্বর ১ পর্যন্ত যে সূচী আছে তা উপযুক্ত সময় নয়। এটা পরিবর্তন হওয়া উচিত। এই মুহূর্তে এরচেয়ে বেশি কিছু বলতে পারছি না।’
×