ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেভিতোভার কপালে চিন্তার ভাঁজ

প্রকাশিত: ০৯:২২, ৯ এপ্রিল ২০২০

কেভিতোভার কপালে চিন্তার ভাঁজ

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের ভয়াবহতা বেড়েই চলছে বিশ্বব্যাপী। এর প্রভাব পড়েছে চেক প্রজাতন্ত্রেও। দেশটিতে ইতোমধ্যেই পাঁচ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃতের সংখ্যা ৮০ ঘরে। তবে সোমবার দেশটির সরকার খেলোয়াড়দের জন্য কিছু নিয়ম শিথিল করে দিয়েছে। যার ফলে মঙ্গলবার প্রথমবারের মতো করোনাভাইরাসের সময়টাতে আউটডোরে অনুশীলন করার সুযোগ পেয়েছেন পেত্রা কেভিতোভা। এতে আনন্দিত দুইবারের গ্র্যান্ডস্লামের চ্যাম্পিয়ন। কিন্তু দুনিয়াজুড়ে এর ভয়াবহতা বাড়তে থাকার কারণে টেনিসের ভবিষ্যত নিয়ে এখনও শঙ্কা রয়েছে। তাই চিন্তিত উইম্বলডনের চ্যাম্পিয়ন। তিনি বলেন, ‘একদম খোলাখুলিভাবেই বলছি যে, এটা খুবই চিন্তার। ঠিক এই মুহূর্তে অনুপ্রেরণা একেবারে শূন্যের কোটায়। আমি জানি না কোন উদ্দেশ্যে অনুশীলন করব। যে কারণে শরীরের গঠন ঠিক রাখাটাতেই এখন বেশি মনোযোগ দিচ্ছি।’ বয়সে ত্রিশকেও ছাড়িয়ে গেছেন পেত্রা কেভিতোভা। এই মুহূর্তে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বরে অবস্থান করছেন। তিনি বলেন, ‘এটাই আমার বাইরে অনুশীলন করার প্রথম সুযোগ। এখন আর ক্লে কোর্টে খেলার কোন আশা নেই। শুনেছি ফ্রেঞ্চ ওপেনও স্থগিত করা হবে। দেখি কী হয়। ইতোমধ্যেই উইম্বলডন বাতিল করা হয়েছে। তাই ঘাসের কোর্টে খেলার তো কোন প্রশ্নই নেই। তবে আমরা বছরের শেষ মাস পর্যন্ত অপেক্ষা করে দেখব টেনিস কোর্টে ফিরে কী না।’
×