ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘুষের অভিযোগ অস্বীকার কাতার ও রাশিয়ার

প্রকাশিত: ০৯:২২, ৯ এপ্রিল ২০২০

ঘুষের অভিযোগ অস্বীকার কাতার ও রাশিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বিশ্বকাপ ফুটবল আসর বসবে এশিয়ার দেশ কাতারে। ২০২২ সালে হতে যাওয়া বিশ্বকাপের আঁচ ইতোমধ্যে লেগেছে। এক যোগে বাছাইপর্ব শুরু হয়েছে। ইতোমধ্যে কাতারের রাজধানী দোহায় বিশ্বকাপ ফুটবলের লোগোও উন্মোচন করা হয়েছে। কিন্তু খেলা মাঠে গড়ানোর দিন গত ঘনিয়ে আসছে বিতর্কও তত জোরালো হচ্ছে। কাতারের আয়োজক হওয়া নিয়ে কয়েকবার কথা উঠেছে। মঙ্গলবার আরও বড় বিতর্ক উঠেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, স্বাগতিক হতে বড় অঙ্কের ঘুষ প্রদান করেছে কাতার। জবাব দিতে দেরি করেনি এশিয়ার প্রভাবশালী দেশটি। বুধবারই কাতার জানিয়ে দিয়েছে, ঘুষ আদান প্রদনের বিষয়টি ভিত্তিহীন। তারা স্বাগতিক হতে কোন দুর্নীতি করেনি। অর্থাৎ অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে কাতার। একই অভিযোগ আছে ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়ার বিরুদ্ধেও। তারাও পাত্তা দিচ্ছে না দুর্নীতির অভিযোগকে। অভিযোগ উড়িয়ে দিয়ে কাতার বিশ্বকাপের আয়োজক কমিটি (এসসি) জানিয়েছে, বছরের পর বছর ধরে ভিত্তিহীন দাবি তোলা হলেও কাতার অনৈতিকভাবে ২০২২ বিশ্বকাপের আয়োজনের স্বত্ব পেয়েছে বা ফিফার বিডিংয়ের নিয়ম ভেঙেছে, এমন প্রমাণ কখনও হাজির করা হয়নি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণে সব নিয়ম যথাযথভাবে মানা হয়েছে জানিয়ে কাতারের সুপ্রীম কমিটি ফর ডেলিভারি এ্যান্ড লেগাসি জানিয়েছে, এসব অভিযোগ ভিত্তিহীন এবং এসব কঠোরভাবে মোকাবেলা করা হবে। আর এসবের প্রেক্ষিতে ফিফা বিবৃতিতে জানিয়েছে, এই অভিযোগপত্রে যে ফুটবল কর্মকর্তাদের কথা বলা হয়েছে, ফিফা এথিকস কমিটি আগেই তাদের আজীবন নিষেধাজ্ঞাসহ বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে। ইতোমধ্যে ২০১৮ বিশ্বকাপ শেষ হয়েছে। দারুণ সফল আয়োজনে ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। এখন নতুন করে অভিযোগ এলেও সেটাকে পাত্তা দিচ্ছে না রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিট্টি পেসকভ বলেন, সম্পূর্ণ আইনগতভাবেই বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছিল রাশিয়া। এখানে কোন ঘুষ আদানপ্রদানের সুযোগ নেই। আমি এটা প্রত্যাখ্যান করছি। রাশিয়া ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজন করেছে, আমরা এর জন্য গর্বিত। ২০১৮ বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে রাশিয়ার সঙ্গে ছিল ইংল্যান্ড, বেলজিয়াম-হল্যান্ড ও পর্তুগাল-স্পেন। কাতার ছাড়াও ২০২২ বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া। প্রচ- গরমের কথা ভেবে ২০২২ সালের বিশ্বকাপ নবেম্বর-ডিসেম্বরে হওয়ার কথা আছে। এ জন্য জোর প্রস্তুতি নিচ্ছে কাতার। লোগোও উন্মোচন করেছে দেশটি। লোগোটি মূলত আরবের স্পিরিট ও কাতারের ঐতিহ্যকে ধারণ করছে। বিভিন্ন জাতির মানুষকে এক কাতারে শামিল করবে ফুটবল। অর্থাৎ শুধু ফুটবলের প্রতি ভালবাসা থেকে বিভিন্ন সংস্কৃতির সম্মেলন ঘটবে সেখানে।
×