ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘করোনা প্রমাণ করল গোলাবারুদের চেয়ে ভালবাসার শক্তি বেশি’

মাশরাফির উপলব্ধি, জাহানারার আট পরামর্শ

প্রকাশিত: ০৯:১৮, ৯ এপ্রিল ২০২০

মাশরাফির উপলব্ধি, জাহানারার আট পরামর্শ

মিথুন আশরাফ ॥ করোনাভাইরাস জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। বিশ্ব অর্থনীতি ডুবাচ্ছে। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। মৃত্যুর মিছিল লাগছে। দিনমজুর, গরিব, দুস্থ, অসহায় মানুষদের অবস্থা কাহিল হচ্ছে। মাশরাফি বিন মর্তুজার উপলব্ধি, ‘করোনা প্রমাণ করল গোলাবারুদের চেয়ে ভালবাসার শক্তি বেশি।’ যখন মাশরাফি এমন কথা বলেছেন, তখন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম করোনা থেকে বাঁচতে আট পরামর্শ দিয়েছেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। মহামারী আকার ধারণ করেছে আগেই। বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে ইতালি, স্পেন, ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ডসহ অনেক দেশেই মৃত্যুর মিছিল লেগেছে। প্রতিবছর যুদ্ধ-বিগ্রহে ব্যবহৃত হয়ে আসছে গোলাবারুদ। কিন্তু এখন এমন এক সময় এসেছে, যখন তার কিছুই কাজে আসছে না। যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট উল্টো অসহায় হয়ে পড়েছে করোনাভাইরাসের কাছে। কোন শক্তিই এখন করোনার বিরুদ্ধে কাজে লাগানো যাচ্ছে না। শুধু কখন এই ভাইরাস থেকে মুক্ত হওয়া যাবে, সেই দিন গোনা হচ্ছে। এ ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে একটি লড়াইও করে যেতে হচ্ছে। সচেতন থাকা ছাড়া আর কোন পথ খোলা নেই। বাসায় ‘লকডাউন’ থাকার বিকল্প কোন পথ খোলা নেই। ফেসবুক প্রোফাইলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা তাই লিখেছেন, ‘করোনা প্রমাণ করল গোলাবারুদের চেয়ে ভালবাসার শক্তি বেশি।’ নারী ক্রিকেটার জাহানারা নিজের ফেসবুক প্রোফাইলে আটটি পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ঘরে থাকুন। সুস্থ থাকুন।’ সঙ্গে এক এক করে আট পরামর্শ দিয়েছেন। লিখেছেন, ‘১.বারবার হাত ধোয়া- কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধৌত করতে হবে। ২. নোংরা হাত দিয়ে নাক, চোখ ও মুখম-ল না ধরা। ৩.কাশির আদবকায়দা মেনে চলুন। ৪. আক্রান্ত ব্যক্তি হতে দূরে থাকা। ৫. প্রয়োজনে ঘরে থাকুন। ৬. খাবারের ক্ষেত্রে সাবধানতা- কাঁচা মাছ-মাংস আর রান্না করা খাবারের জন্য আলাদা চপিং বোর্ড, ছুরি ব্যবহার করুন। কাঁচা মাছ-মাংস ধরার পর ভালো করে সাবান-পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। ভালো করে সিদ্ধ করে রান্না করা খাবার গ্রহণ করুন। অসুস্থ প্রাণী কোনোমতেই খাওয়া যাবে না। ৭. অভ্যর্থনায় সতর্কতা- কারও সঙ্গে হাত মেলানো (হ্যান্ড শেক), কোলাকুলি থেকে বিরত থাকুন। ৮. সঠিক তথ্য জানুন- সঠিক তথ্য-উপাত্ত পেতে নিজেকে আপডেট রাখুন। গুজবে কান দেবেন না।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পুরুষ ও নারী ক্রিকেটাররা সাধারণ জনগণকে করোনাভাইরাস থেকে বাঁচার পরামর্শ দিয়ে চলেছেন। এর আগে ডাক্তার, নার্স, পুলিশ, স্বেচ্ছাসেবী এবং সংবাদকর্মী; এই পাঁচ পেশার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। বলেছেন, ‘ডাক্তার, নার্স, পুলিশ, স্বেচ্ছাসেবী এবং সংবাদকর্মীদের আমাদের সুরক্ষিত রাখার জন্য বড়সড় ধন্যবাদ।’ একইসঙ্গে ক্রিকেট থেকে নিজের বেতনের অর্ধেক সরকারী তহবিলে দিয়েছেন। ২ লাখ ২৫ হাজার টাকা দিয়েছেন। নিজের তহবিল থেকে আবার অন্তত ১২শ’ পরিবারকে খাদ্যসামগ্রীও দিয়েছেন। তিনি চিকিৎসক-নার্সদের জন্য দিয়েছেন ৫শ’ পিপিই। নিজ আসন নড়াইল-২ এ ভ্রাম্যমাণ চিকিৎসা সেবাও চালু করেছেন। যারা করোনা রোগে আক্রান্ত নয় কিন্তু ঠিকমতো এ মুহূর্তে চিকিৎসাও পাচ্ছেন না, তাদের জন্য এ ভ্রাম্যমাণ চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন মাশরাফি। ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে’র মাধ্যমে তা করা হয়েছে। জাহানারা শুধু পরামর্শ দিয়েই চুপ থাকেননি। তিনি নিজ এলাকায় ৫০ পরিবারকে সাহায্য করেছেন। নিজ উদ্যোগে অসহায়, গরিবদের পাশে দাঁড়িয়েছেন। মিরপুরে তার বর্তমান ঠিকানার আশপাশের ৫০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়ে সাহায্য করেছেন। তিনি বলেছেন, ‘আমি বর্তমানে মিরপুর-৬ নাম্বারে আছি। এখানে অনেক গরিব ও খেটে খাওয়া পরিবারের বসবাস। আমি এরই মধ্যে অন্তত ৫০টি পরিবারের জন্য চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়েছি। যার যা সামর্থ্য আছে, তাই দিয়ে দুস্থ, অসহায়দের সহযোগিতা করুন। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যের মধ্যে ১ জন, ৫ জন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সঙ্কটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।’ এই মুহূর্তে আসলে দুস্থ, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। ভালবাসা দিতে হবে। আর করোনা যে তা শিখিয়ে দিয়েছে, তাই বলেছেন মাশরাফি, ‘করোনা প্রমাণ করল গোলাবারুদের চেয়ে ভালবাসার শক্তি বেশি।’
×