ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্মহীন শ্রমিকদের সাহায্য করতে মালিকদের অনুরোধ সড়ক পরিবহন সমিতির

প্রকাশিত: ০৯:০৮, ৮ এপ্রিল ২০২০

কর্মহীন শ্রমিকদের সাহায্য করতে  মালিকদের অনুরোধ সড়ক পরিবহন সমিতির

স্টাফ রিপোর্টার ॥ করোনা সংকটে কর্মহীন পরিবহন শ্রমিকদের বাঁচাতে পরিবহন সেক্টরের মালিকদের স্ব-স্ব শ্রমিকদের সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছে পরিবহন মালিকদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। পাশপাশি পরিবহন সেক্টর বন্ধ থাকায় দৈনিক আর্থিক ক্ষতির পরিমান ৫০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। করোনা মোকাবিলায় ২৬ মার্চ থেকে বন্ধ রয়েছে গণপরিবহন। বিবৃতিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, মহামরি করোনা ভাইরাস সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। সংক্রমণ রুখতে গত ২৬ মার্চ থেকে অদ্যাবধি গণপরিবহন বন্ধ রয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পণ্যবাহি ট্রাক ব্যাতিত গণপরিবহন বন্ধ থাকবে। লাগাতার লকডাউনের কারণে পরিবহন চালক-শ্রমিকরা দীর্ঘদিন কর্মহীন অবস্থায় রয়েছে। যারা দৈনিক বেতন ভিত্তিক কাজ করে। দীর্ঘদিন আয় রোজগার বন্ধ থাকায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতন জীবনযাপন করছেন। দেশে ইতিহাসে এই দুর্যোগময় পরিস্থিতিতে অসহায় শ্রমিক পরিবারগুলোর প্রতি সহায়তার হাত বাড়ানো একান্ড জরুরী। কর্মহীন শ্যমিকদের বাঁচানোর লক্ষে পরিবহন সেক্টরের মালিকদের স্ব-স্ব শ্রমিকদের সাহায্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পরিবহন সেক্টর বন্ধ থাকায় দৈনিক আর্থিক ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা। এই বিশাল ক্ষতির কথা বিবেচনা করে এই সেক্টরে মালিক-শ্রমিকদের জন্য বিশেষ প্রনোদনা ঘোষণা করতে সরকারের প্রতি অনুরোধ জানান সমিতির নেতারা।
×