ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমতলীর দুই হোটেল ব্যবসায়ীকে এক মাসের সাজা

প্রকাশিত: ০৬:০৮, ৮ এপ্রিল ২০২০

আমতলীর  দুই হোটেল ব্যবসায়ীকে এক মাসের সাজা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকারী আদেশ অমান্য করায় আমতলী বাঁধঘাট চৌরাস্তায় দুই হোটেল ব্যবসায়ীকে এক মাসের সাজা দেয়া হয়েছে। আমতলী ইউএনও ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন মঙ্গলবার রাতে এ আদেশ দেন। জানাগেছে, করোনা ভাইরাস সংক্রামণ রোধে সারাদেশে অঘোষিত লকডাউন চলছে। সরকারী আদেশ উপেক্ষা করে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় সকাল সন্ধ্যা হোটেলের মালিক আফজাল হোসেন এবং বিশ্বাস হোটেলের মালিক মোঃ খলিলুর রহমান বিশ্বাস ব্যবসা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে আমতলী ইউএনও ও ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীর অভিযান চালিয়ে সকাল সন্ধ্যা হোটেল ম্যানেজার মোঃ আল আমিন ইমাম এবং বিশ্বাস হোটেল মালিক মোঃ খলিলুর রহমান বিশ্বাসকে সরকারী আদেশ অমান্য করায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। বুধবার সকালে সাজাপ্রাপ্ত দুই আসামীকে পুলিশ বরগুনা জেল হাজতে প্রেরন করেছে। আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ভ্রাম্যমান আদালতের সাজাপ্রাপ্ত দুই আসামীকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে। আমতলী’র ইউএনও ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন বলেন, দন্ডবিধি ১৮৮ ধারা মতে দুইজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
×