ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে করোনায় ১১৬ জনের রিপোর্টের অপেক্ষায়

প্রকাশিত: ০৫:৫৭, ৮ এপ্রিল ২০২০

হবিগঞ্জে করোনায় ১১৬ জনের রিপোর্টের অপেক্ষায়

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে করোনা ভাইরাস পরীক্ষার বিশেষায়িত পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাবে পরীক্ষার জন্য হবিগঞ্জ থেকে ২৭ জনের নমুনা পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত ৩২ জনের নেগেটিভ এসেছে। ১১৬ জনের রিপোর্ট বাকি রয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়। হবিগঞ্জ থেকে এ পর্যন্ত রিপোর্টের জন্য ৬০ জনের নমুনা সিলেট প্রেরণ করা হয়েছে। বাকীগুলো ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এ প্রেরণ করা হয়েছিল। জেলা প্রশাসন জানায়, ৮ এপ্রিল পর্যন্ত হবিগঞ্জে আক্রান্ত পাওয়া যায়নি। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪, হোম কোয়ারেন্টিনে ১০১ ও কোয়ারেন্টিনে শেষ ১০০৮ জনের।
×