ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর

প্রকাশিত: ০৫:৪৮, ৮ এপ্রিল ২০২০

লালমনিরহাটে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার হাতীবান্ধা উপজেলা উত্তর পারুলিয়া গ্রামের যৌতুকের টাকা দিতে না পারায় আহিমা বেগম আঁখি (২২) নামে এক গৃহবুধকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বিরুদ্ধে। বুধবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে বলে নিহতের স্বজনরা দাবি করেছে। ঘাতক স্বামী সাইয়াকুল ইসলাম ওই এলাকার আইয়ুব আলীর পুত্র। গৃহবুধ আহিমা বেগম আঁখি পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার সরকারেরহাট গ্রামের আমির হোসেনের মেয়ে বলে জানা গেছে। হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নজির হোসেন জানান, দুই বছর আগে সাইয়াকুল ইসলাম ও আহিমা বেগম আঁখি’র বিয়ে হয়। বিয়ের পর থেকেই আঁখিকে যৌতুকের জন্য প্রায় সময় নিযার্তন করত স্বামী সাইয়াকুল ইসলাম । এমন অভিযোগ করেছে আঁখির বাবার ও পরিবারে স্বজনরা। মঙ্গলবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে যৌতুক নিয়ে ঝগড়া হয়। পরে দুই জনে ঘুমিয়ে পড়ে। ধারনা করা হচ্ছে, গৃহবধু আহিমা বেগম আঁখি ঘুমিয়ে পড়লে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী। গৃহবধুর হত্যা নিশ্চিত করে আঁখির স্বামীসহ ওই পরিবারের সবাই পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
×