ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে কনোরা ভাইরাস সনাক্তে ল্যাব স্থাপনের দাবি

প্রকাশিত: ০৫:৩৬, ৮ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জে কনোরা ভাইরাস সনাক্তে ল্যাব স্থাপনের দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শিল্পনগরী নারায়ণগঞ্জে করোনা ভাইরাস সনাক্তের কিট ও ল্যাব স্থাপন করার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দফতরের কাছে দাবি জানিয়েছেন এখানাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরা। কারণ নারায়ণগঞ্জকে আইসিইডিআর করোনার ক্লাষ্টার হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও করোনায় এ পর্যন্ত ৬ জন মৃত্যুবরণ করেছে ও আক্রান্ত হয়েছে ৪০ জন। করোনার সংক্রামণ প্রতিরোধে বুধবার থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে। এ অবস্থায় জেলায় করোনা ভাইরাস সনাক্তে ল্যাব স্থাপনের দাবি জোরদার হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জে করোনা ল্যাব স্থাপনের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ এখন দেশের করোনা আক্রান্ত পাঁচটি রেড জোনের একটি এবং জনবহুল ও গার্মেন্টস শ্রমিক নির্ভর শহর। সরকারি হিসাবেই ইতোমধ্যে ৬ জন মারা গেছে ও ৪০ আক্রান্ত হয়েছে। তাই মৃত্যুর মিছিল থামাতে অবিলম্বে নারায়ণগঞ্জে করোনা পরীক্ষা করার ল্যাব স্থাপন করতে হবে। একই দাবি জানিয়ে গত ৩০ মার্চ সাংবাদিক সম্মেলন করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেন, সরকার করোনা ভাইরাস মোকাবেলায় তড়িৎ পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস সনাক্তের পরিক্ষাগার স্থাপন করা হয়েছে। কিন্তু আমরা আজ শংঙ্কিত এবং আতংকিত। শিল্প ও বন্দর নগরী নারায়ণগঞ্জে গার্মেন্টস, হোসিয়ারী, ইপিজেড, পাট শিল্পসহ বিভিন্ন শিল্প কারখানায় লক্ষ লক্ষ মানুষ কাজ করে। সময়ের কারণে এসব শিল্প কারখানার মানুষ নিজ নিজ বাড়িতে যেতে পারেনি। এ অবস্থায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নারায়ণগঞ্জবাসির পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নীট শিল্পনগরী নারায়ণগঞ্জে দ্রুততম সময়ের মধ্যে করোনা ভ্ইারাস সনাক্তের জন্য কিট ও পরিক্ষাগার স্থাপনের দাবি করছি। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথও নারায়ণগঞ্জে করোনা সনাক্তে পরিক্ষাগার স্থাপনের দাবি জানান। তারা বলেন, নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে এক হাজারের বেশী নীটওয়্যার কারখানা, ২৫ হাজারের বেশী হোসিয়ারী কারখানা ও শো-রুম রয়েছে। এছাড়া আদমজী ইপিজেডে কাজ করে ৫০ হাজার বেশী শ্রমিক। দেশের বৃহত্তর পাইকারি বাজার নিতাইগঞ্জে প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। এসব কারণে নারায়ণগঞ্জ খুবই স্পর্শকাতর এবং ঝুকিপুর্ণ। তাছাড়া নারায়ণগঞ্জে প্রতিদিনই কোন কোন মহল্লায় করোনার উপসর্গ নিয়ে মানুষ মারা যাচ্ছে। কিন্তু পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তাই জরুরী ভিত্তিতে নারায়ণগঞ্জে করোনার পরিক্ষার ল্যাব স্থাপন ও পরিক্ষার কীট সরবরাহ করার জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে জোর দাবি করছি। এদিকে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক বলেন, নারায়ণগঞ্জ করোনা ভাইরাসের জন্য বেশ ঝঁকিপূর্ণ জেলা। এ জেলায় করোনা ভাইরাস সনাক্তের ল্যাব স্থাপনের দাবি জানাচ্ছি।
×