ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা প্রতিরোধে বাগেরহাটের হুড়কা ইউনিয়নে বাঁশের বেড়া

প্রকাশিত: ০৫:৩৩, ৮ এপ্রিল ২০২০

করোনা প্রতিরোধে বাগেরহাটের হুড়কা ইউনিয়নে বাঁশের বেড়া

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ করোনা প্রতিরোধে বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নে প্রবেশ ও ইউনিয়নের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য ভ্যাকোটমারি-বাবুর বাড়ি, বেলাই ব্রিজের দুই পাশ, গোনাই ব্রিজ বাজার মন্দিরের পাশে, ঝলমলিয়া রোডসহ ১০টি পয়েন্টে বাঁশের বেড়া দিয়েছে এলাকাবাসী। এসব বেড়িকেডের পাশে হাত ধোয়ার জন্য পানি ও সাবান রাখা হয়েছে। ইউনিয়নের সকল বাজার, হাট ও গুরুত্বপূর্ণ স্থানে জীবানু নাশক পানি স্প্রে করেছে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। বর্তমানে বাড়ি বাড়ি জীবানু নাশক স্প্রে করা হচ্ছে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে। ইউনিয়ন পরিষদের সদস্য চকিদার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে নিজ ইউনিয়নকে করোনা মুক্ত রাখতে এমন উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন গোলদার। প্রবেশ ও বাহির হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞার ফলে খেটে খাওয়া মানুষদের যাতে কষ্ট না হয়, সে জন্য সরকারি সহযোগিতা পৌছে দেওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে। করোনা প্রতিরোধে এমন উদ্যোগে খুশি এলকাবাসি। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল বলেন, করোনা পরিস্থিতিতে যে কেউ যাতে যত্রতত্র ওই এলাকায় প্রবেশ করতে না পারে এবং পরিচ্ছন্নভাবে এলকায় প্রবেশ করেন। সে জন্য স্থানীয় জনগণের সহায়তায় ইউপি চেয়ারম্যান তার উদ্যোগ সম্পর্কে আমাকে অবহিত করেছেন। ওই এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে জীবানু নাশক স্প্রে করা হয়েছে। এছাড়া যদি কেউ অসুস্থ্য থাকেন তাকে পরীক্ষা নিরিক্ষার পর ওই এলাকায় ঢুকতে দেওয়া হবে। করোনা পরিস্থিতিতে এলাকায় প্রবেশাধিকার সীমিত করাটা ভাল। তবে এ বিষয়ে যদি কারও কোন অভিযোগ থাকে, সে বিষয়টি আমরা সমাধান করব।
×