ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনসন যোদ্ধা, তাড়াতাড়ি সেরে উঠবেন ॥ ডোমিনিক রাব

প্রকাশিত: ২৩:৪৯, ৮ এপ্রিল ২০২০

জনসন যোদ্ধা, তাড়াতাড়ি সেরে উঠবেন ॥ ডোমিনিক রাব

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে একজন ‘যোদ্ধা’ হিসেবে বর্ণনা করে তিনি দ্রুত সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব। জনসন হাসপাতালে থাকায় আপাতত তার ডেপুটি হিসাবে দেশ চালানোর কাজটি রাবই করছেন। আইসিইউ-তে জনসনের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি ভেন্টিলেটর ছাড়াই শ্বাস নিতে পারছেন বলে জানিয়েছেন রাব। মঙ্গলবার এক প্রেস কনফরেন্সে তিনি বলেন, “তিনি (জনসন) কেবল আমাদের প্রধানমন্ত্রী কিংবা বস নন, তিনি আমাদের সহকর্মী এবং বন্ধু। “প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য আমরা সবাই প্রার্থনা করছি। আমার বিশ্বাস, তিনি তাড়াতাড়ি সেরে উঠবেন। আমি একটি জিনিস জানি, তিনি একজন যোদ্ধা।” রাব বলেন, “প্রধানমন্ত্রী এবং দেশের জনগণকে আমি আশ্বস্ত করতে চাই, যে দায়িত্ব আমাদের ওপর রয়েছে, তা থেকে আমরা বিচ্যুত হব না; আমরা বিচলিতও হব না।” গত ২৭ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হন প্রধানমন্ত্রী জনসন। ১০ দিন পরও জ্বর, কাশিসহ উপসর্গগুলো না কমায় রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের ২৪ ঘণ্টায় অবস্থার আরও অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ভেন্টিলেটরের প্রয়োজন পড়লে তাৎক্ষণিকভাবে যেন দেওয়া যায় তা নিশ্চিত করতেই জনসনকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে ব্রিটিশ সরকারের মুখপাত্রের ভাষ্য। তবে জনসনের এখনো ভেন্টিলেটরের প্রয়োজন হয়নি। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে দেখভাল করছেন বলে জানিয়েছেন রাব।
×