ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি-কাশিতে আরও ৬ মৃত্যু

প্রকাশিত: ১০:৪০, ৮ এপ্রিল ২০২০

শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি-কাশিতে আরও ৬ মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি-কাশি নিয়ে যুবক, বৃদ্ধ ও শিশুসহ আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে এক যুবক, ঝালকাঠির নলছিঠিতে এক শিশু, লক্ষ্মীপুরের রামগতিতে এক ব্যক্তি, নেত্রকোনার এক যুবক, খুলনায় এক বৃদ্ধা ও কিশোরগঞ্জের এক যুবক রয়েছে। তাদের শরীরের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোমবার রাত ও মঙ্গলবার তাদের মৃত্যু হয়। এদিকে একের পর এক এলাকা লকডাউন করা হচ্ছে। অনেকেই নিজ উদ্যোগে নিজেদের এলাকা লকডাউন করছেন। গাছের গুঁড়ি, বাঁশ, কাঠ দিয়ে রাস্তা আটকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। জনমানবশূন্য হয়ে পড়ছে এলাকা। অনেকে স্বেচ্ছায় লকডাউন পালন করছেন। সামাজিক দূরত্ব না মানায় অনেককে জরিমানা করা হয়েছে। লকডাউন করা হয়েছে খুলনা, টাঙ্গাইল, কুষ্টিয়া ও হবিগঞ্জ জেলা। এদিকে রাজশাহী বিভাগে এখনও পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত বন্ধ করা হয়েছে। আর চট্টগ্রামে জ্বর, সর্দি কাশিতে চট্টগ্রামে মারা যাওয়া দুই ব্যক্তি এবং মাগুরায় মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনার ভাইরাস পাওয়া যায়নি। কয়েকটি এলাকার নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। তাদের ফল নেগেটিভ এসেছে। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় জ¦র ও ঠা-া কাশিতে খায়রুল আলম হিরু (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টায় মৃত্যুর পর তার পরিবার থেকে সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন অফিসকে বারাবার জানানোর পরও নমুনা সংগ্রহ করা এবং লাশ দাফনের জন্য তাগাদা দিলে মঙ্গলাবর বেলা ১১টা পর্যন্ত সির্ভিল সার্জন অফিস থেকে কোন টিম যায়নি। পরে বেলা ১১টার পর ওই বাড়িতে যায় সিটি কর্পোরেশনের মেডিক্যাল টিম। দুপুর ২টা পর্যন্ত নমুনা সংগ্রহের জন্য পাঠানো হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন মোহাম্মত ইমতিয়াজ। মৃত হিরু সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগ এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোস্তফা আলী জানান, মেডিক্যাল টিম লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করে। আমাদের সবকিছু গুছিয়ে আসতে একটু দেরী হয়েছে। পরে দুপুর ২টার পর সিভিল সার্জনের টিম শহরের পাইকপাড় কবরস্থানে ওই যুবকের নমুনা সংগ্রহ করতে যায়। এলাকাবাসী অভিযোগ করেন, করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু হলে ভয়ে কেউ লাশের সামনে যায়নি। এদিকে রূপগঞ্জ উপজেলা লকডাউন করা হয়েছে। ভুলতা ও নোয়াপাড়া এলাকায় দুই নারী করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। নেত্রকোনা ॥ পূর্বধলায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তি (৪০) মারা গেছেন। ওই ব্যক্তির বাড়ি গোহালাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজার সংলগ্ন কিসমত বারেঙ্গা গ্রামে। সোমবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ ॥ পাকুন্দিয়ায় করোনার উপসর্গ নিয়ে সুমন আকন্দ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বুরুদিয়া মধ্যপুটিয়া গ্রামের আবুল হাসিম আকন্দের ছেলে। পেশায় সে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিল। মঙ্গলবার দুপুরে মধ্যপুটিয়া গ্রামের নিজবাড়িতে মৃত্যুর পর সংশ্লিষ্টরা করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে। টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের ঘাটাইলে করোনার উপসর্গ জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে কলেজ মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তির বাড়ি উপজেলার আনেহলা ইউনিয়নের পাটিতাকান্দি গ্রামে। এ ঘটনার পর ওই বাড়িটি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। আনেহলা ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার বলেন, মৃত ব্যক্তি ১০/১২ দিন আগে তবলিগ জামাত থেকে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসেই তিনি জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান বলেন, আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তার ইউনিয়নের পাটিতাকান্দি গ্রামের এক বৃদ্ধ জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর আমাদের অবহিত করেন। পরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে প্রেরণ করেছি। তার নমুনাটি ঢাকায় প্রেরণ করবেন। রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম মৃতের রক্তের নমুনা সংগ্রহ করেছেন। মৃতের বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে। জামালপুর ॥ করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণবিজ্ঞপ্তি দিয়ে জামালপুরকে অবরুদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখন থেকে প্রশাসনের অনুমতি ছাড়া কোন যানবাহন জামালপুরে প্রবেশ এবং বের হতে পারবে না বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক। খবর বিডিনিউজের। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রশাসনের অনুমতি ছাড়া কোন যানবাহন জামালপুরে প্রবেশ ও বের হতে পারবে না। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট। ‘অন্যান্য সব দোকান, সাপ্তাহিক হাট, প্রতিষ্ঠান, গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।’ তবে ওষুধের দোকান ও চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে বলেও উল্লেখ করা হয়েছে। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলে জনসাধারণকে হুঁশিয়ার করাও হয়েছে এ গণবিজ্ঞপ্তিতে। এ জেলাতেও করোনাভাইরাস আক্রান্ত দুইজন রোগী শনাক্ত হয়েছে। এতে বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। খুলনা ॥ জ্বর, সর্দি ও কাশিতে রূপসার দেবীপুর গ্রামের সালেহা বেগম নামে ষাটোর্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত ১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে যারা ওই বৃদ্ধার সংস্পর্শে এসেছিলেন এরকম ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে। লক্ষ্মীপুর ॥ রামগতিতে মঙ্গলবার জ্বর, সর্দি-কাশিতে মোঃ রফিক উল্যা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি ভূমি সচিব মোঃ অলি উল্যার ব্যক্তিগত গাড়ি চালক মোঃ আরিফের পিতা। এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে রামগতি উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির বাড়িসহ তিনটি বাড়ির ১৭ পরিবারকে লকডাউন করে দিয়েছেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রামগতির চর বাদাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরসীতা এলাকার নিজ বাড়িতে মারা যান ওই ব্যক্তি। রাজশাহী ॥ করোনাভাইরাসের বিস্তার রোধে রাজশাহী মহানগরীকে অঘোষিতভাবে লকডাউন করে দেয়া হয়েছে। নগরীর প্রবেশমুখগুলোর আগে অন্তত পাঁচটি করে স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। শহরে কেউ ঢুকতে পারছেন না। শহর থেকে বের হতেও পারছেন না। ফলে ঘরে ঘরে মানুষ অবস্থান নিয়েছেন। বাজার-ঘাট সব বন্ধ। পুরো শহর এখন জনমানবশূন্য হয়ে পড়েছে। এদিকে বিভাগীয় শহর রাজশাহীতে সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কঠোর অবস্থানে সেনা সদস্যরা। সাতক্ষীরা ॥ ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এদিকে সোমবার সকালে ভারতের ঘোজাডাঙ্গা জিরোপয়েন্টে আসা ১৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে দিনভর অপেক্ষা শেষে সন্ধ্যায় ভোমরা ইমিগ্রেশন দিয়ে দেশে ঢোকার অনুমতি দেয়া হলেও তাদের সবাইকে সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদফতর ভবনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, এখন থেকে যারাই ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরবেন তাদের সবাইকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। এদিকে সামাজিক দূরত্ব না মানায় ২৪ ঘণ্টায় ৩১ জনকে জরিমানা করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে দেবহাটায় আসা চারটি পরিবারের ২০ সদস্যকে লকডাউন ঘোষণা করা হয়েছে। হবিগঞ্জ ॥ করোনা সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় হবিগঞ্জ জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ আবু জাহির এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে মঙ্গলবার এ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইল ॥ করোনা সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় টাঙ্গাইল জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজে পুলিশ বিভাগ, জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং জনপ্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে। জেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। একইসঙ্গে টাঙ্গাইল পৌর এলাকার চারদিকে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া ঘাটাইল, মির্জাপুর ও গোপালপুর উপজেলায় গ্রামে গ্রামে এবং পৌর এলাকার নিজ উদ্যোগে বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও বাঁশ বেঁধে লকডাউন করে দিয়েছে এলাকার জনসাধারণ ও গ্রামের যুবকরা। এদিকে টাঙ্গাইল থেকে মঙ্গলবার পর্যন্ত ৭৭ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ২২ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের কারো মধ্যেই করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া যায়নি বলে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়। মুন্সীগঞ্জ ॥ করোনাভাইরাসে মৃত দুই ব্যক্তির সংস্পর্শে আসায় লৌহজংয়ে ১১ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া জানাজায় অংশ নেয়া এক ইমাম, এক মোয়াজ্জিন ও লাশ গোসলকারী আরও এক ব্যক্তিকেও হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয় একটি মসজিদেও আগামী ১৪ দিন নামাজ পড়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এদিকে লৌহজংয়ের বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও বাজার থেকে মাধাইশুর গ্রাম পর্যন্ত রাস্তাটিকে বাঁশের বেড়া দিয়ে আটকে দিয়েছে যুবকেরা। রাস্তাটির প্রবেশদ্বারে হাত ধোয়ার সাবান ও জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা রেখেছেন তারা। আর গজারিয়ায় নিজ উদ্যোগে লকডাউন পালন করছে গ্রামবাসী। খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি শহরের প্রবেশমুখ ও বের হওয়ার সড়ক জিরোমাইলে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস এ নিষেধাজ্ঞা জারি করেন। শুধুমাত্র জরুরী সেবাদানকারী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনগণকে সচেতন করার পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে দ- দেয়া হচ্ছে। মাদারীপুর ॥ শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সব উপজেলায় দুপুর ২টার পর ফার্মেসি ব্যতীত সব দোকান ও ইজিবাইকসহ ছোট-বড় যান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৩৯ জনের নমুনা করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া ৫০ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। বর্তমানে মাদারীপুরে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৭০ জন। আইসোলেশনে আছে ৪ জন। কুষ্টিয়া ॥ করোনার প্রাদুর্ভাব থেকে জেলাবাসীকে সুরক্ষায় কুষ্টিয়ায় প্রবেশের তিনটি সড়কপথ বন্ধ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে। ফলে পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা ও রাজবাড়ী থেকে সড়ক পথে কোন যানবাহন বা মানুষ কুষ্টিয়ায় প্রবেশ করতে পারবে না। তবে কোন গাড়ি বের হয়ে যেতে চাইলে তার অনুমতি দেয়া হবে। রোগীবাহী এ্যাম্বুলেন্সসহ অতি জরুরী সেবা এর আওতামুক্ত থাকবে। ভোলা ॥ লালমোহনে করোনাভাইরাস সংক্রমণ ছড়াতে পারে- এমন সন্দেহে ৯টি বসতঘর লকডাউন করে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ডের কালাগাজি বাড়িতে ৯টি ঘর লকডাউন করে উপজেলা প্রশাসন। নাজিম নামে এক যুবক ওই বাড়িতে নারায়ণগঞ্জ থেকে এসে আত্মগোপন করেন। সে নারায়ণগঞ্জ এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এক ব্যক্তির বাড়ি থেকে পালিয়ে আসে। সেখানে আরও কয়েকজন করোনা আক্রান্ত ছিল। তার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে এমন সন্দেহে ওই বাড়িসহ আশপাশের ৯টি ঘর লকডাউন করে দেয়া হয়। মেহেরপুর ॥ করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মেহেরপুরে পৌর এলাকা গেটলক ঘোষণা করা হয়েছে। পৌর শহরে কেউ আসতে পারবে না, শহর কেউ ছাড়তেও পারবে না। মঙ্গলবার সকালে এমন ঘোষণা দেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। রাজশাহী ॥ রাজশাহী বিভাগে করোনা রোগীর সন্ধান মেলেনি। তবে সন্দেহভাজন হিসেবে মঙ্গলবার এ বিভাগের আরও ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে চারজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের অবজারভেশন ওয়ার্ডে ভর্তি আছেন। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজের করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাঃ আজিজুল হক আজাদ নিয়মিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। বরিশাল ॥ করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সতর্কতার অংশ হিসেবে বরিশাল সদর ও উজিরপুর উপজেলার ছয়টি বাড়ি লকডাউন করা হয়েছে। এর মধ্যে একটি বরিশাল সদর উপজেলার তালতলি এবং অপর পাঁচটি উজিরপুরে। সোমবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার বিকেলে ইউসুফ আলী খান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তার আগেই সতর্কতার অংশ হিসেবে মৃত ইউসুফ আলীর বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় অন্য জেলা থেকে বরিশাল জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। দাউদকান্দি ॥ কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর পশ্চিম বাজারের ৪ তলা বিল্ডিংয়ের মালিক মোস্তাক মিয়ার ভাড়াটিয়া আলী আহম্মেদের ছেলে রাব্বি আহম্মেদ (১৯) করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনুর আলম সুমনের সুপারিশক্রমে রাব্বি আহমে¥দের বসবাসরত চার তলা বিল্ডিংসহ পাশের আরেকটি তিনতলা বিল্ডিংয়ের ১৫টি পরিবারকে লকডাউন ঘোষণা করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান। ফেনী ॥ ফেনীতে করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হতে ২৪ ঘণ্টায় ১৫ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে স্থাপিত বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। এদের ২২ জনকে হোম কেয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ১৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। নীলফামারী ॥ করোনাভাইরাস প্রতিরোধে ও নীলফামারীকে করোনা মুক্ত রাখতে ছয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চার পৌরসভা এলাকার বিভিন্ন পাড়া, মহল্লা ও গ্রামে গ্রামে গাছের গুঁড়ি ও বাঁশ দিয়ে রাস্তা ব্যারিকেড করে নিজ নিজ এলাকা স্বেচ্ছায় লকডাউন করে রেখেছে স্থানীয়রা। স্বাস্থ্য বিভাগের পক্ষে জানানো হয়েছে মঙ্গলবার পর্যন্ত নীলফামারী জেলায় করোনাভাইরাসে আক্রান্ত এমন কোন রোগীর সন্ধ্যান পাওয়া যায়নি। ফলে এখন পর্যন্ত এ জেলা করোনা মুক্ত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাঁচজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়। তারা উপজেলা সদর, ভলাকুট ও চাতলপাড় ইউনিয়নের বাসিন্দা। মেডিক্যাল টিম তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে। পরীক্ষার রির্পোট না আসা পর্যন্ত তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। এদিকে, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছয় বাংলাদেশী দেশে ফিরেছে। চট্টগ্রাম ॥ চট্টগ্রামে শ^াসকষ্ট উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া এক মুক্তিযোদ্ধাসহ দুজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। মৃত্যুর পর তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়। পরীক্ষায় ফল এসেছে নেগেটিভ। সিলেট ॥ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার থেকে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনই এখানে ১১৬ জনের নমুনা জমা পড়েছে বলে জানা গেছে। মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে দুপুর ১২টা থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এদিকে সিলেটে নতুন করে কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন আরও ২৯ জন। কিশোরগঞ্জ ॥ বাজিতপুরে আইসোলেশনে থাকা অবস্থায় আমরু মিয়া (৫০) নামে এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে নেয়ার পরপরই তার নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার সকালে মৃত্যুর পর তার নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রাঙ্গামাটি ॥ করোনাভাইরাস আক্রন্ত সন্দেহে রাঙ্গামাটি থেকে নেয়া ১০ জনের রক্তের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে গুরুতর দুজনের রক্ত পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগ জানায়। নওগাঁ ॥ নওগাঁ জেলা থেকে যে ১৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তাদের কারও মধ্যে করোনাভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায়নি। সবারই পরীক্ষার ফল নেগেটিভ পাওয়া গেছে। সিভিল সার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজ্জামান আলাল এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার নওগাঁ জেলা থেকে আরও ২৮ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টায় নওগাঁয় নতুন করে আরও ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। মৌলভীবাজার ॥ মঙ্গলবার সকাল থেকে শহরের প্রতিটি প্রবেশপথে মোতায়েন করা পুলিশ সদস্যদেরকে যানবাহন প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করতে দেখা গেছে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী প্রচার চালাচ্ছে। এদিকে শহরের পাড়া ও মহল্লায় স্থানীয়রা বাঁশ ফেলে জনশ্রুত কমানোর চেষ্টা করছেন। করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর পর জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বৃদ্ধি করা হয়। ঝালকাঠি ॥ জেলায় কোয়ারেন্টাইনে থাকাকালীন সর্দি-কাশি থাকা ছয়জনের স্যাম্পেল ঢাকায় পাঠানো হয়েছে এবং পরবর্তীতে মঙ্গলবার পর্যন্ত আরও ১১ জনের স্যাম্পেল ঢাকার ল্যাবে পাঠানে হয়েছে। প্রাথমিকভাবে ৬ জনের পাঠানো স্যাম্পেল নেগেটিভ এসেছে এবং আরও ১১ জনের মধ্যে দুজনের রিপোর্টও নেগেটিভ এসেছে। মাগুরা ॥ মহম্মদপুর উপজেলার ছোট কলমধারী গ্রামে করোনার উপসর্গ জ¦র, কাশি ও স্বাসকষ্ট নিয়ে বাকি মিয়া (৪৫) নামে কৃষকের মৃত্যু হলেও পরীক্ষায় তার শরীরে উপস্থিতি পাওয়া যায়নি। মঙ্গলবার ঢাকা থেকে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। মানিকগঞ্জ ॥ সিঙ্গাইর পৌর এলাকায় তবলিগ জামাতে আসা আরও তিনজন মুসল্লি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা পর তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ। দিনাজপুর ॥ করোনাভাইরাসের সংক্রমণ থেকে এলাকাবাসীদের মুক্ত রাখতে দিনাজপুর শহরের ১৭০টি পরিবার স্বেচ্ছায় লকডাউনে গেছেন। মঙ্গলবার দুপুরে শহরের সুইহারী আশ্রমপাড়ার বাসিন্দারা লকডাউনে যান। বাঁশের বেড়া দিয়ে আশ্রয়মপাড়ার ৩টি রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। হাতিয়া ॥ নির্দেশ অমান্য করে যাত্রী পারাপার করায় একটি ট্রলার আটক করেছে নৌ-বাহিনী। এসময় ট্রলারে থাকা ২৬ যাত্রীকে আটক করে অভিভাবকের জিম্মায় হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করে ছেড়ে দেয়া হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ট্রলার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটে। জানা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে হাতিয়ার উদ্দেশে ২৬ জন যাত্রী গোপনে একটি ট্রলারে নলচিরা ঘাটে আসে। সংবাদ পেয়ে হাতিয়া নৌবাহিনীর সদস্যরা ট্রলারটিকে ঘাটে পৌঁছার আগেই আটক করে ফেলে। এদের মধ্যে তবলিগ জমাতের এক সদস্যও ছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গিয়ে ট্রলার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে। মংলায় একটি বাড়ি লকডাউন ॥ বন্দর নগরী মংলার মোর্শেদ সড়কের লিংক রোড় ফোরকান সড়কে (মিয়া পাড়ার পশ্চিমাংশে) আজ বিকেল ৫টায় মংলা উপজেলা প্রশাসন, পুলিশ ও নৌবাহিনীর সমন্বয়ে একটি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িটিতে লাল নিশান টানিয়ে দিয়েছে প্রশাসন। পাশাপাশি পুলিশের প্রহরায় রয়েছে বাড়িটি। এলাকাবাসী জানায়, এ বাড়িটির একজন মহিলা গত ৫/৬ দিন আগে খুলনা থেকে মংলায় অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে আসেন, তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছে। বর্তমানে তার শরীরে জ্বর রয়েছে। তবে এখনও সেই মহিলার করোনা শনাক্তের জন্য কোন টেস্ট করা হয়নি।
×