ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আক্রান্ত ১৪ লাখ ১৪ হাজার

সারাবিশ্বে মৃত্যু ৮১ হাজার ছাড়াল

প্রকাশিত: ১০:৩৯, ৮ এপ্রিল ২০২০

সারাবিশ্বে মৃত্যু ৮১ হাজার ছাড়াল

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ১৪ হাজার ১২৭। এর মধ্যে ৮১ হাজার ২১৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে তিন লাখ ১ হাজার ১৬৬ জন। এদিকে করোনায় মঙ্গলবার আরও নতুন করে যুক্তরাষ্ট্রে ১৩৪৩, যুক্তরাজ্যে ৮৫৪, ফ্রান্সে ৮৩৩, স্পেনে ৭৪৩, ইতালিতে ৬০৪, জার্মানিতে ১৭৩ ও ইরানে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে করোনা রোধে জরুরী অবস্থা ঘোষণা করেছে জাপান। খবর এএফপি, বিবিসি, ফ্রান্স২৪, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আল-জাজিরা, সিএনএন, ডেইলি মেইল, ইউরো নিউজ, সাউথ চায়না মর্নিং পোস্ট, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, দ্য ওয়াল, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। যুক্তরাষ্ট্রে আরও ১৩৪৩ জনের মৃত্যু ॥ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩৪৩ জন। নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭৬ জন। মোট মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৯৮৬ ও ৩ লাখ ৬৮ হাজার। দেশটির শুধু একটি রাজ্য বাদে সব রাজ্যেই এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে শীর্ষে আছে নিউইয়র্ক। যুক্তরাজ্যে আরও ৮৫৪ জনের মৃত্যু, আইসিইউতে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন ॥ যুক্তরাজ্যে সোমবার করোনায় ৪৩৯ জনের প্রাণহানি ঘটলেও মঙ্গলবার সেই সংখ্যা ৮৫৪। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন অন্তত ৬ হাজার ২২৭ জন। ন্যাশনাল হেলথ সার্ভিস ইংল্যান্ড বলছে, ইংল্যান্ডে করোনাভাইরাসে চিকিৎসাধীন ৭৫৮ জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে স্কটল্যান্ডে ৭৪, ওয়েলসে ১৯ এবং নর্দার্ন আয়ারল্যান্ডে তিনজনের প্রাণহানি ঘটেছে। ব্রিটেনে করোনার প্রকোপ তুলনামূলকভাবে ক্রমান্বয়ে বেড়ে চলেছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা আক্রান্ত হওয়ার পর স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন। কিন্তু তার অবস্থার অবনতি ঘটায় বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেন্ট্রাল লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে চিকিৎসাধীন ব্রিটিশ এই প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে ১০ নং ডাউনিং স্ট্রিট। তবে তাকে ভেন্টিলেটর দেয়া হয়নি বলে জানানো হয়েছে। দেশটির এই সঙ্কটে প্রধানমন্ত্রীর কিছু দায়িত্ব পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব পালন করছেন। অন্যদিকে, মঙ্গলবার ক্যাবিনেট অফিস মন্ত্রী মাইকেল গোভ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় বর্তমানে তিনি স্বেচ্ছা আইসোলেশনে আছেন। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। ফ্রান্সে আরও ৮৩৩ জনের মৃত্যু ॥ ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী রূপ নেয়ার পর এটিই একদিনের হিসাবে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৮ হাজার ৯১১ জনে। আর আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ১০ জন। স্পেনে আরও ৭৪৩ জনের মৃত্যু ॥ স্পেনে মঙ্গলবার নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও অন্তত ৭৪৩ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ৭৯৮ জন। এর আগে সোমবার দেশটিতে করোনায় মারা যান ৬৩৭ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর হার বেড়েছে ৫ দশমিক ৭ শতাংশ। এছাড়া দেশটিতে করোনা সংক্রমণও বেড়েছে প্রায় ৪ দশমিক ১ শতাংশ, মোট আক্রান্ত ১ লাখ ৪০ ৫১০ জনে পৌঁছেছে। সোমবার দেশটিতে করোনা সংক্রমণ বেড়েছিল আগের দিনের তুলনায় ৩ শতাংশ। ইতালিতে আরও ৬০৪ জনের মৃত্যু ॥ ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০৪ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। একদিন আগেই দেশটিতে ৬৩৬ জনের মৃত্যু হয় করোনায়। তবে ইতালিতে নতুন করে সংক্রমণের সংখ্যা গত ২৫ দিনের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জার্মানিতে আরও ১৭৩ জনের মৃত্যু ॥ জার্মানিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছেই। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৩৪ জন। ফলে জার্মানিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ২২৫। ইরানে আরও ১৩৩ জনের মৃত্যু ॥ ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর টেলিভিশনে দেয়া এক ভাষণে জানিয়েছেন, সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ৮৭২ জন। জাপানে জরুরী অবস্থা ঘোষণা ॥ করোনাভাইরাস সংক্রমণের কারণে রাজধানী টোকিও, ওসাকাসহ সাতটি হটস্পটে জরুরী অবস্থা ঘোষণা করেছে জাপান। পাশাপাশি, অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় এক ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলারের প্রণোদনা সহায়তাও ঘোষণা করা হয়েছে, যাকে বলা হচ্ছে এযাবতকালে বিশ্বের সর্বোচ্চ প্রণোদনা প্যাকেজ। মঙ্গলবার টেলিভিশনে এক বক্তব্যে এ ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দেশটিতে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯০৬ জন। মারা গেছেন ৯২ জন।
×