ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নিহত ১

প্রকাশিত: ০৯:০২, ৭ এপ্রিল ২০২০

নেত্রকোনায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার পূর্বধলা উপজেলায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তি (৪০) মারা গেছেন। ওই ব্যক্তির বাড়ি গোহালাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজার সংলগ্ন কিসমত বারেঙ্গা গ্রামে। সোমবার রাত ন’টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৪০ বছর। এদিকে ওই ব্যক্তির মৃত্যুতে স্থানীয়দের মধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্থানীয় প্রশাসন ওই বাড়িসহ আশপাশের সাতটি বাড়ি লকডাউন করে দিয়েছে। জানা গেছে, ওই ব্যক্তি গত বুধবার থেকে হাল্কা জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। রোববার থেকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করেন এবং তাকে প্রয়োজনীয় ওষুধপত্র খাওয়ার পরামর্শ দেন। কিন্তু ওই দিনই (সোমবার) রাত ন’টার দিকে তিনি মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ‘ওই ব্যক্তির মৃত্যুতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নির্দেশে সাতটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদা আক্তার বলেছেন, ‘ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না তা তার শরীর থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।’ এর আগে রোববার ভোরে একই উপজেলার হোগলা ইউনিয়নের কালীহর জোয়ারদারপাড়া গ্রামে জ¦র, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা প্রভৃতি উপসর্গ নিয়ে নিয়ে এক নারী (৫০) মারা যান। মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারও নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।
×