ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিছু এনজিও মানছেনা লকডাউন

প্রকাশিত: ০৮:৫৮, ৭ এপ্রিল ২০২০

কিছু এনজিও মানছেনা লকডাউন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সারাদেশে খাদ্য ও চিকিৎসাসহ জরুরি বিষয় ছাড়া যানবাহন ও নাগরিকদের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে। রোহিঙ্গা সেবায় নিয়োজিত কিছু এনজিও সরকারের ওই আদেশ মানছেনা। কর্মীরা আপাতত কয়েকদিন ডিউটি থেকে বিরত থাকার কথা জানালেও তাদের চাকরি হারানোর হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে। এতে চরম ঝুঁকির মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে যেতে বাধ্য হচ্ছে তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে উখিয়ায় গাড়ি যেতে না দিলেও পায়ে হেঁটে কর্মীরা বাধ্য হয়েই ক্যাম্পে যাচ্ছে। তারা লকডাউন মানছেনা মোটেও। জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, খাদ্য ও চিকিৎসা সহায়তা ব্যতীত কোন এনজিও ক্যাম্পে প্রবেশ করতে করবে না। জরুরি প্রয়োজনের ক্ষেত্রে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে এনজিওগুলোকে নির্দেশনা দিয়েছেন যে, জরুরি খাদ্য ও স্বাস্থ্য সহায়তা প্রদানকারী এনজিওগুলো স্বল্পপরিসরে কার্যক্রম চালিয়ে যাবে। সরকারের নির্দেশনা অনুযায়ী ক্যাম্পকেন্দ্রিক যে সকল এনজিও শুধুমাত্র খাদ্য এবং চিকিৎসা কাজে নিয়োজিত থাকবে, তাদের তালিকা করে সেনাবাহিনী ও পুলিশের হাতে প্রেরণ করা হয়েছে। কিন্তু এই নির্দেশনা অমান্য করে শত শত এনজিওর গাড়ি প্রত্যেহ ক্যাম্পে প্রবেশের জন্য ভিড় করছে চেকপোস্টে।
×