ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৮:৪৫, ৮ এপ্রিল ২০২০

টুকরো খবর

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ আসামির নাম মোঃ রুবেল (৩৪)। সিএমপির বাকলিয়া থানা পুলিশ মঙ্গলবার ভোরে পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি বাকলিয়া থানা এলাকার তুলাতুলির কামালের পুত্র বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃত রুবেল ২০০৮ সালে বোয়ালখালী থানায় সংঘটিত এক সিএনজি অটোরিক্সা চালক হত্যা মামলায় অভিযুক্ত হয়ে ২০১৫ সালে আদালতের রায়ে মৃত্যুদ-প্রাপ্ত হয়। তার সঙ্গে অপর দুজনকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়। রায় ঘোষণার আগে সে পলাতক ছিল। পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ এপ্রিল ॥ মঙ্গলবার দুপুরে নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে আমেনা বিবি (১১০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এদিন দুপুর ১২টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকড়া গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়। মৃত আমেনা বিবি পার্শ্ববর্তী রানীনগর উপজেলার গোনা গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। জানা গেছে, আমেনা বিবি দীর্ঘদিন ধরে তার মেয়ের বাড়ি পাইকড়াতে থাকেন। এদিন দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এরই এক পর্যায় পুকুরের পানিতে বৃদ্ধাটিকে দেখতে পায় তারা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৭ এপ্রিল ॥ উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে অহিদ মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে সিংরইল ইউনিয়নের পূর্ব নদীরপাড় গ্রামের আবদুর রহমানের পুত্র। মঙ্গলবার দুপুরে পানির বৈদ্যুতিক পাম্প চালু করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য হারুন মিয়া জানায়, অহিদ মিয়া বোরো জমিতে পানি সেচ দিতে নরসুন্দা নদীতে বৈদ্যুতিক পানির পাম্প স্থাপন করেছেন। মঙ্গলবার জমিতে পানি দিতে গিয়ে পাম্প ছাড়ার সময় বিদ্যুতায়িত হয়। ১৩ বস্তা চালসহ ইউপি সদস্য আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ এপ্রিল ॥ সিংড়ায় ত্রাণের ১৩ বস্তা চালসহ এক ইউপি সদস্য শাহীন শাহসহ ৩ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় সুকাশ ইউপির ৬নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন শাহ্, চাল ব্যবসায়ী গোলাম ও চালের ডিলার লেবুকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে চাল ব্যবসায়ী গোলাম চাল কিনে যাওয়ার পথে বোয়ালিয়া এলাকায় ৮ বস্তা চালসহ স্থানীয়রা আটক করে। পরে তারা প্রশাসনকে বিষয়টি জানায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে বোয়ালিয়া ক্লাব থেকে আরও ৫ বস্তা চাল উদ্ধার করা হয় এবং ইউপি সদস্য শাহীন শাহ্ ও ডিলার লেবুকেও আটক করা হয়। এ সময় সর্বমোট ১৩ বস্তা চাল জব্দ করা হয়। নাটোরে ৮ বাড়ি ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ এপ্রিল ॥ বাগাতিপাড়ায় ৮টি বাড়ি ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাকা ইউনিয়নের আস্তিকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে উপজেলার আস্তিকপাড়া গ্রামের কফিল উদ্দিনের ঘরে আগুন লাগে। পরে পাশের পাটকাঠির গাদায় আগুন লেগে মুহূর্তেই অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। তিন পিকাপ জাটকা উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ের মাওয়া চৌরাস্তায় অভিযান চালিয়ে ৩টি পিকাপভ্যানসহ প্রায় ৬০ মণ জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে মাওয়া নৌ পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তিসহ পিকাপভ্যান তিনটি জাটকাসহ আটক করে। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শক সিরাজুল কবির জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে মাওয়া চৌরাস্তার কাছে অভিযান চালিয়ে ঢাকামুখী তিনটি পিকাপভ্যান আটক করা হয়। এ সময় পিকাপভ্যান হতে ৬০ মণ জাটকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভ্যানে থাকা ৫-৬ জন দৌড়ে পালিয়ে যায়। নৌ-পুলিশ একজন চালককে আটক করতে সক্ষম হয়। পরে লৌহজং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
×