ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় লাশ দাফনে প্রশিক্ষণ

প্রকাশিত: ০৮:৪৪, ৮ এপ্রিল ২০২০

করোনায় লাশ দাফনে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বৈশ্বিক মহামারী করোনায় মৃত ব্যক্তির নিরাপদভাবে কাফন, জানাজা ও দাফন করাতে মুন্সীগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসে এ প্রশিক্ষণ প্রদান করেন স্বাস্থ্য অধিদফতর। এতে মসজিদের ইমামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। এই সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আতিকুর রহমান। এর আগে করোনাভাইরাস সংক্রমণে মৃত মুসলমান ব্যক্তির কাফন, জানাজা ও দাফন সম্পন্ন করার জন্য মুন্সীগঞ্জ জেলা এবং উপজেলায় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা পর্যায়ে ৫ জন করে ১০ সদস্যবিশিষ্ট ২টি কমিটি গঠন করা হয় এবং ৬ উপজেলায় ৫ জন করে কমিটি গঠন করা হয়েছে। রাঙ্গামাটিতে ‘ইমার্জেন্সি রেসপন্স’ টিম নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৭ এপ্রিল ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ, আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তা ও করোনা আক্রান্ত মৃত ব্যক্তির দাফন-কাফন দ্রুত নিশ্চিত করতে জেলা প্রশাসন রাঙ্গামাটিতে ১৬ সদস্যের একটি ‘ইমার্জেন্সি রেসপন্স’ টিম গঠন করেছেন। সোমবার রাতে গণমাধ্যমকে পাঠানো জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানা গেছে। এই টিমে নিয়োজিতরা হলেনÑ কাউন্সিলর মিজানুর রহমান বাবু, ফজলুল করিম, আবু বক্কর লিটন, এনকেএম মুন্না তালুকদার, মাসুদ রানা রুবেল, নাহিম, ইমতিয়াজ ইমন, ইসমাইল হোসেন রানা, আছহাব উদ্দিন নয়ন, সাখাওয়াত হোসেন, তারেক, মোঃ করিম, ইমরানুল হাসান জাহেদ, রিয়াদ, আজাদ ও হাবিব।
×