ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাগরে ট্রলারডুবি

পাঁচ মৎস্যজীবীর সন্ধান ৪ দিনেও মেলেনি

প্রকাশিত: ০৮:৪৩, ৮ এপ্রিল ২০২০

পাঁচ মৎস্যজীবীর সন্ধান ৪ দিনেও মেলেনি

সংবাদদাতা, আনোয়ারা, ৭ এপ্রিল ॥ চার দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ আনোয়ারার ৫ জেলের। এতে নিখোঁজদের পরিবারে চলছে কান্না-আহাজারি। বৈরী আবহাওয়ায় গত শুক্রবার রাতে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থানকালে দমকা বাতাসে ৪৮ জেলেসহ ডুবে যায় চারটি মাছ ধরার ট্রলার। তাদের মধ্যে ৪৩ জনকে জীবিত উদ্ধার করে অন্য একটি ট্রলার। বাকি ৫ জনের এখনও সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়া জেলেরা হলেন, আনোয়ারা উপজেলার গহিরা গ্রামের নাসির উদ্দিন, মোঃ ইসহাক ও নুরুল ইসলাম এবং জুইদণ্ডি গ্রামের জমির উদ্দিন ও খাইর আহমদ। স্থানীয় জেলেরা জানান, আনোয়ারা উপকূলের বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার গত ৮ দিন আগে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। গত শুক্রবার রাতে হঠাৎ বাতাসের বেগ বেড়ে গেলে ঢেউয়ের তোড়ে ডুবে যায় চারটি ট্রলার। গলাচিপায় ট্রাকচাপায় শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের বদনাতলী ফেরিঘাটে ট্রাক চাপায় এক শ্রমিক নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন। নিহত শ্রমিক চরকাজল গ্রামের ফকরুল হাওলাদারের ছেলে নেছার হাওলাদার (৪৫)। আহত শ্রমিক বকুলবাড়িয়া গ্রামের কাওসার (২৮) ও নিজহাওলা গ্রামের দুলালকে (৩২) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাক ড্রাইভার রাজুকে আটক করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাত চারটার দিকে বদনাতলী ফেরিঘাটে শ্রমিকরা একটি ট্রাকে তরমুজ তুলছিল। এক শ’ পরিবারের যাতায়াত শিথিল করেছে এলাকার যুবকেরা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও বাজার থেকে মাধাইশুর গ্রাম পর্যন্ত রাস্তাটিকে বাঁশের বেড়া দিয়ে আটকে দিয়েছে এলাকার যুবকেরা। রাস্তাটির প্রবেশদ্বারে হাত ধোয়ার সাবান ও জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা রেখেছেন তারা। এতে করে ১৫টি বাড়ির প্রায় ১০০ পরিবারের লোকজনের যাতায়াত শিথিল করা হয়েছে। যাতে কেউ বিনা কারণে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থান করেন। স্থানীয় যুবকরা প্রায় এক কিলোমিটার রাস্তায় জীবাণুনাশক স্প্রে করে দেয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক তাজুল ইসলাম রাকীব, শেখ তুষার আহমেদ, মোঃ হানিফ সরদার, শিবলু সেন, অমিত রায়, মোঃ আলিনুর, মোঃ সাইফুল ইসলাম সাইমুন।
×