ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিন মাসের সকল ও নয় মাসের অর্ধেক বেতন করোনা তহবিলে দিচ্ছেন ইনু ও শিরিন

প্রকাশিত: ০৮:০১, ৭ এপ্রিল ২০২০

তিন মাসের সকল ও নয় মাসের অর্ধেক বেতন করোনা তহবিলে দিচ্ছেন ইনু ও শিরিন

স্টাফ রিপোর্টার ॥ আগামী তিন মাসের বেতন-ভাতা-সুযোগসুবিধার সমুদয় এবং পরবর্তী ৯ মাস পর্যন্ত বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার অর্ধেক পরিমাণ সরকারের করোনা তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। আজ মঙ্গলবার দলটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন । দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠনো এক বার্তায় বলা হয়, ১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দলীয় দুইজন সংসদ সদস্য দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার সরকারি ব্যয় কমানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংসদ সদস্য হিসাবে আগামী তিন মাসে প্রাপ্য তাদের বেতন-ভাতা-সুযোগসুবিধাদির সমুদয় এবং পরবর্তী ৯ মাসের বেতন-ভাতা-সুযোগসুবিধাদির অর্ধেক পরিমাণ সরকারের করোনা তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হাসানুল হক ইনু ও শিরীন আখতার আশা প্রকাশ করে বলেন, সকল মাননীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সরকারী ব্যয় কমানোর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসবেন এবং স্পীকার এ বিষয়ে উদ্যোগ নেবেন।
×