ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বদলগাছীতে সরকারী ১৪ বস্তা সরকারী চালসহ গ্রেফতার ১

প্রকাশিত: ০১:২৩, ৭ এপ্রিল ২০২০

বদলগাছীতে সরকারী ১৪ বস্তা সরকারী চালসহ গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর বদলগাছীতে ১৪ বস্তা সরকারী চাল নিজ বাড়িতে রাখার অপরাধে সোহেল রানা নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে বদলগাছী থানার ওসি চৌধুরী যোবায়েদ আহমেদ নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার বিকাল ৪ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিলাশবাড়ী গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে ১৪ বস্তা সরকারী চাল জব্দসহ সোহেল রানাকে আটক করেন। জব্দকৃত ১৪ বস্তা চাল বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়। সোহেল রানা জানায়, সোমবার সকালে বিলাশবাড়ী গ্রামের সরকারী চাল ডিলার ১০টাকা কেজি চাল বিতরন করেন। এ সময় গ্রাহকরা চাল বিক্রি করলে তিনি বাজার মূল্যে ১৪ বস্তা চাল ক্রয় করেন। সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম জানান, অবৈধ ভাবে সরকারী চাল বাড়িতে রাখার অপরাধে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে থানায় মামলা হয়েছে।
×