ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে করোনা আক্রান্ত সন্দেহে ১ যুবকের নমুনা সংগ্রহ

প্রকাশিত: ০১:২২, ৭ এপ্রিল ২০২০

দাউদকান্দিতে করোনা আক্রান্ত সন্দেহে ১ যুবকের নমুনা সংগ্রহ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ দাউদকান্দিতে গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর পশ্চিম বাজারের ৪ তলা বিল্ডিংয়ে এক যুবকের করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনুর আলম সুমনের সুপারিশ ক্রমে রাব্বি আহম্মেদের ৪ তলা বিল্ডিং সহ পাশের আরেকটি ৩ তলা বিল্ডিংয়ের ১৫ টি পরিবারকে লকডাউন ঘোষণা করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান। তিনি জানান, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পযর্ন্ত ২ টি বিল্ডিংয়ের ১৫ টি পরিবার পুলিশ প্রহরায় লকডাউন থাকবে। আজ মঙ্গলবার সকালে তার নমুনা সংগ্রহে করে আইইডিসিআরে পাঠানো হয়েছে বলে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। এর আগে সোমবার দিবাগত রাত ১২ টায় খবর পেয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীনুর আলম সুমন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম আব্দুর নুর, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার নজরুল ইসলাম ডামিল উপস্থিত ছিলেন।
×