ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোপালপুরে নিরাপত্তা উপেক্ষা করে জমজমাট হাট

প্রকাশিত: ০৭:৪০, ৬ এপ্রিল ২০২০

গোপালপুরে নিরাপত্তা উপেক্ষা করে  জমজমাট হাট

সংবাদদাতা, লালপুর ॥ নভেল করোনা ভাইরাস প্রতিরোধে ও সংক্রমণে সরকারী নির্দেশ অমান্য করে স্থানীয় প্রশাসের নাকের ডগায় নাটোরের লালপুরের গোপালপুর সাপ্তাহিক হাট জমজমাট ভাবে অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল থেকে উপজেলার এই সাপ্তাহিক হাট অনুষ্ঠিত হয় । এর আগে গত ৩ এপ্রিল গোপালপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এই হাট অনুষ্ঠিত হতে দেখা যায় । শুক্রবার ও সোমবার সপ্তাহে ২ দিন এই হাট অনুষ্ঠিত হয়ে আসছে । ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্য বিধি অমান্য করে চলছে তারা । সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মানছেনা তারা । এতে করোনা ভাইরাস ও সংক্রমণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে । এবিষয়ে সচেতন মহল বলেন,স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে এই ভাবে হাট অনুষ্ঠিত হয়ে আসছে । এব্যপারে স্থানীয় প্রশাসনকে জোরালো ভূমিকা রাখতে হবে ও তৎপর থাকতে হবে । তারা আরো বলেন চাউলের বাজারে মনিটরিং তৎপরতা বৃদ্ধি করে চাউল বাজার দর নিয়ন্ত্রনে রাখতে হবে । দেশের মানুষের ক্লান্তিলগ্নে কিছু অসাধু চাউল ব্যবসায়ীরা চাউলের দাম বৃদ্ধি করে ফায়দা হাসিল করে যাচ্ছে । এসব চাউল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনাণুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরী প্রয়োজন ।
×