ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারী ছুটির মধ্যেই আজ মন্ত্রিসভার বৈঠক

প্রকাশিত: ১০:২৩, ৬ এপ্রিল ২০২০

 সরকারী ছুটির মধ্যেই আজ মন্ত্রিসভার বৈঠক

বিশেষ প্রতিনিধি ॥ করোনাভাইরাস সংক্রমণের মধ্যে টানা ২১ দিনের চলমান সরকারী ছুটির মধ্যে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক হচ্ছে। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বেলা ১১টায় এই বৈঠক হবে। স্বল্প পরিসরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। রবিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মোঃ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, তবে বৈঠকে যাদের এজেন্ডা আছে, শুধু সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা থাকবেন। করোনার এই প্রেক্ষাপটে বৈঠক ঘিরে সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা গণভবনই নেবে। বৈঠকটি স্বল্প পরিসরে অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভা হচ্ছে দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। সাধারণত প্রতি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করে থাকেন। মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে উপস্থিত থাকেন। দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়া এবং এর সংখ্যা বাড়তে থাকলে জনসমাগম হয় এমন সব ধরনের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচী নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। মুজিববর্ষ উপলক্ষে ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।
×