ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে ছয়শত কেজি জাটকাসহ ৫ জেলে আটক, জরিমানা

প্রকাশিত: ০৮:১২, ৫ এপ্রিল ২০২০

লৌহজংয়ে ছয়শত কেজি জাটকাসহ ৫ জেলে আটক, জরিমানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৬ শ’ কেজি জাটকা ইলিশসহ ৫ জেলেকে আটক করেছে মাওয়া নৌ ফাঁড়ি পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলেদের মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ তথ্য নিশ্চিত করে লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান, রবিবার ভোর রাতে মাওয়া নৌ পুলিশ পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫ জেলেকে ৬ শ’ কেজি জাটকাসহ আটক করে। এসময় উদ্ধার করা হয় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান আটককৃত ৪ জেলেকে ৩ হাজার টাকা করে ও এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানাসহ সর্ব মোট ১৭ হাজার টাকা জারমানা আদায় করে। পরে জাটকাগুলো এতিম ও গরীবদের মাঝে বিলি করে দেয়া হয়। আর উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
×