ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্থি

প্রকাশিত: ০৮:০৪, ৫ এপ্রিল ২০২০

খাগড়াছড়িতে  কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্থি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ প্রতি কেজি ১০ টাকা হরে ওএমএস এর চাল বিতরণ শুরু হয়েছে খাগড়াছড়িতে। আজ রবিবার সকাল থেকে করোনায় কর্মহীন, শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত এ চাল বিতরণ শুরু হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে জনপ্রতি ৫ কেজি চাল বিতরণ কালে পুলিশ প্রশাসনর পক্ষ থেকে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ডিলার স্পর্টে পুলিশের নারী ও পুরুষ সদস্যরা দায়িত্ব পালন করছে। নজরদারী ছিল জেলা প্রশাসনের পক্ষ থেকেও। খাগড়াছড়ি পৌর এলাকার ৯টি স্থানে ওএমএস ডিলারের মাধ্যমে এই সকল চাল বিতরণ কালে নিম্ন আয়ের মানুষের মাঝে প্রচুর চাহিদা দেখা যায়। পুলিশ সদস্যদের উপস্থিতিতে সুশৃঙ্খল ভাবে দুরত্ব বজায় রেখে লাইনে দাড়িয়ে চাল সংগ্রহ করে স্থানীয়রা। এদিকে স্থানীয়রা করোনা ভাইরাসে কর্মহীন ও সাধারণ মানুষগুলো সংসারের কাঙ্খিত চাহিদার চাল হাতে পেয়ে স্বস্থি প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। #
×