ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেণ হুইপ ইকবালুর রহিম এমপি

প্রকাশিত: ০৮:০৩, ৫ এপ্রিল ২০২০

দিনাজপুরে দুস্থদের মাঝে  ত্রাণ বিতরণ করেণ হুইপ ইকবালুর রহিম এমপি

অনলাইন ডেস্ক ॥ দরিদ্র মানুষের খাদ্যকষ্ট দুর করতে দিনাজপুরে ১০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর। পাশাপাশি আটাও বিক্রি করছেন তারা। এজন্য প্রথম দফায় জেলা শহরে ২৪জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সকালে শহরের গণেশতলা এলাকায় বিক্রয় কার্যক্রমের সূচনা করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। দিনাজপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক আশ্রাফুজ্জামান জানান, ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে চাল এবং ১৮ টাকা কেজি দরে ৩ কেজি দরে আটা বিক্রি শুরু করেছেন তারা। এজন্য ১২ মেট্রিক টন চাউল এবং ৬ মেট্রিক টন আটা বরাদ্ধ বরা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শনিবার থেকে রবিবার পর্যন্ত সপ্তাহে ৬দিন খোলা বাজারে চাল এবং আটা বিক্রি করবেন তারা। সরকার যতদিন চাইবে ততদিন পর্যন্ত চলবে ওএমএস কার্যক্রম। এদিকে করোনার বিস্তার রোধে দৈনন্দিন কর্মক্ষেত্র বন্ধ থাকায় দরিদ্র পরিবারের মধ্যে গুড়গোলা এলাকার হাতি বাগানসহ বিভিন্ন এলাকায় বেকার হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের মধ্যে চাল-আটা-ডাল-লবন-সাবান বিতরণ করেন হুইপ ইকবালুর রহিম।
×