ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে অসহায় দরিদ্র মানুষের পাশে ছাত্রলীগ

প্রকাশিত: ০৭:৪৬, ৫ এপ্রিল ২০২০

নীলফামারীতে অসহায় দরিদ্র মানুষের পাশে ছাত্রলীগ

অনলাইন ডেস্ক ॥ করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেলের ব্যক্তিগত উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়। এসময় সামাজিক দুরত্ত্ব বজায় রেখে, কলেজ পাড়া মসজিদ প্রাঙ্গন মাঠে ও পায়ে হেটে নিম্ন আয়ের পবিারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এবং পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই এই খাদ্যসামগ্রী বিতরন করা হবে। সামগ্রীর মধ্যে রয়েছে সাড়ে ৩ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবন, শুটকি মাছ আধা পোয়া। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল জানান, তার ব্যক্তিগত তহবিল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ রবিবার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মোট এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তিনি বলেন, এই মূহুর্তে সবচেয়ে দুশ্চিন্তায় আছেন যারা দিনে আয় করে দিনে খায়। তাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের নির্দেশনায় তাদেরকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী (চাল,ডাল,লবন, তেল, আলু, শুটকি) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, যতদিন ক্রান্তিকালীন সময় থাকবে ছাত্রলীগও সাধারণ মানুষের পাশে থাকবে। একই ভাবে জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীদের নিজ নিজ এলাকার মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়েছি। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হোসেন রেজা শামীম, গোলাম মোস্তফা বুলেট, সাংগঠনিক সম্পাদক রোকুনজ্জামান রোকন, দপ্তর সম্পাদক সংগীত দীপঙ্কর দিপু, উপ-প্রচার সম্পাদক হাসিব আহমেদ আকাশ, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাশিদ হাসান রুম্মন, উপ-নাট্য ও বিতর্ক সম্পাদক ইনজামাম-উল-হক নির্ণয়, উপ-আপ্যায়ন সম্পাদক আল-আমিন সেলিম, কার্যকরী সদস্য হাফিজুর রহমান জুয়েল, ছাত্রলীগ কর্মী মাসুদ রানা প্রমুখ।
×