ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফিলিপাইনে লকডাউন অমান্য করায় গুলি করে হত্যা

প্রকাশিত: ০১:১২, ৫ এপ্রিল ২০২০

ফিলিপাইনে লকডাউন অমান্য করায় গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক ॥ মহামারি করোনার ভয়াল থাবা বিশ্বজুড়ে। সংক্রামক এই ভাইরাস ঠেকাতে দেশে দেশে জারি হয়েছে লকডাউন। কিছু দেশে লকডাউন না মানলে গুলি করার নির্দেশ দেয়া হয়েছে। ফিলিপাইনেও করোনা রোধে চলছে কঠোর লকডাউন। দেশটিতে লকডাউন অমান্য করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে লকডাউন অমান্যকারীদের গুলি করে হত্যার নির্দেশ দেওয়ার একদিন পর এ ঘটনা ঘটল। করোনা নিয়ন্ত্রণে ফিলিপাইনে গত ১৬ মার্চ থেকে এক মাসের লকডাউন ঘোষণা করেছেন প্রেসিডেন্ট দুতার্তে। আইন অমান্য করলে সরাসরি গুলি করে হত্যা করতে দেশটির পুলিশ ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। গত বুধবার (২৯ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুতার্তে বলেন, সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছি। সরকারের বিধিনিষেধ এখন মানুন। কারণ পরিস্থিতি এখন জটিল। পুলিশের গুলিতে নিহত ৬৩ বছরের ওই ব্যক্তি মাস্ক ছাড়াই রাস্তায় বের হয়েছিলেন। পুলিশ তাকে আটকালে তিনি ক্ষিপ্ত হয়ে গালি দেন। এরপর পুলিশ গুলি করলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। প্রেসিডেন্টের নির্দেশের পর লকডাউন অমান্য করায় ফিলিপাইনে এটাই প্রথম কোনও লোককে গুলি করে হত্যার ঘটনা। পুলিশের দাবি, লকডাউন অমান্যকারী ওই ব্যক্তি মদ্যপ ছিলেন এবং পুলিশ তাকে আটকালে ধারালো একটা কিছু দিয়ে তিনি পুলিশের দিকে তেড়ে আসলে পুলিশ গুলি করতে বাধ্য হয়। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই ফিলিপাইনে মাদক ব্যবসা বন্ধের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কঠোর ছিলেন রদ্রিগো দুতার্তে। প্রায় চার হাজার মানুষ মারা যায় পুলিশের গুলিতে। দুর্নীতি ও উগ্রবাদের বিরুদ্ধেও সোচ্চার ছিল তার সরকার। এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন দুতার্তে। ফিলিপাইনে এখন পর্যন্ত করোনায় ৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সেখানে মারা গেছে ১৪৪ জন। সূত্র: ডি ডব্লিউ।
×