ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনা যুদ্ধে বেতন কম নিতে চান ম্যারাডোনা

প্রকাশিত: ২৩:৪৮, ৫ এপ্রিল ২০২০

করোনা যুদ্ধে বেতন কম নিতে চান ম্যারাডোনা

অনলাইন ডেস্ক ॥ বিশ্বজুড়ে চলমান প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। তাই করোনা আতঙ্কে বিশ্বের অধিকাংশ দেশের মতো আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলও বন্ধ রয়েছে। কবে খেলা মাঠে গড়াবে তা অনিশ্চত। এমন পরিস্থিতিতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশটির ফুটবল ক্লাবগুলো। তার মধ্যে আছে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ক্লাব হিমনাসিয়াও। ক্লাবের দুরবস্থা দেখে নিজ থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক ও হিমনাসিয়ার বর্তমান কোচ। জানা গেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিজেই ক্লাব সভাপতি গ্যাব্রিয়েল পেলেগ্রিনোকে এক খুদে বার্তায় কম বেতন নেওয়ার প্রস্তাব দিয়েছেন ম্যারাডোনা। তাঁর এমন সিদ্ধান্ত খুশি ক্লাব সভাপতিও। তিনি বলেছেন, 'নিজের ব্যক্তিগত সহকারীর মাধ্যমে তিনি (ম্যারাডোনা) জানিয়েছেন, প্রয়োজনে বেতন কম নিতে চান। এটা থেকে বোঝা যায় অর্থ নয়, এই পরিস্থিতিতে কীভাবে হিমনাসিয়াকে সহায়তা করা যায় সেটাই ভাবছেন তিনি।' উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে হিমনাসিয়ার হেড কোচের দায়িত্ব নেন ম্যারাডোনা। তবে দুই মাস না যেতেই ক্লাব সভাপতির সঙ্গে ঝামেলার কারণে পদত্যাগ করেছিলেন তিনি। পরে সমর্থকদের দাবি মেনে ফের দলের দায়িত্ব নেন তিনি।
×