ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হোটেল খাত তিন হাজার কোটি টাকা ক্ষতির মুখোমুখি

প্রকাশিত: ১০:০৭, ৫ এপ্রিল ২০২০

  হোটেল খাত তিন হাজার কোটি টাকা ক্ষতির মুখোমুখি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে আন্তর্জাতিক মান এবং অন্য হোটেল খাত তিন হাজার কোটি টাকা ক্ষতির মুখোমুখি হবে বলে আশঙ্কা করছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এ্যাসোসিয়েশন (বিআইএইচএ)। শনিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিস্থিতি মোকাবেলায় কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হোটেলগুলোর শ্রমিক ও কর্মচারীদের ডিসেম্বর ২০২০ পর্যন্ত বেতন বাবদ প্রতি মাসে প্রত্যেক কর্মচারীদের ৫০,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান, হোটেলের মাসিক বিদ্যুত বিল, গ্যাস বিল ও পানির বিল ডিসেম্বর ২০২০ পর্যন্ত মওকুফ করা এবং শ্রমিক কর্মচারীদের বেতন ভাতাদির ওপর আয়কর মওকুফ করা। নোভেল করোনা (কোভিড-১৯) ভাইরাস সংক্রমিত হওয়ায় বিদেশী অতিথিদের আগমন বন্ধের কারণে এদেশে পর্যটন শিল্প তথা আন্তর্জাতিক পাঁচ তারকা চেন হোটেল এবং তারকাসম্পন্ন হোটেলগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এইসব হোটেল ছাড়াও অন্য আরও পাঁচ শ’ হোটেল থেকে তিন কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এ শিল্পের সঙ্গে প্রায় ৫ লাখ জনবল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এই অবস্থার প্রেক্ষিতে প্রায় স্থায়ী ও অস্থায়ী শ্রমিক ও কর্মচারী চাকরিচ্যুতসহ মাসিক বেতন সুবিধা থেকে বঞ্চিত হবে। হোটেলগুলোর বর্তমান অবস্থা চরম সঙ্কট বিরাজমান। কোন কোন হোটেলের অকোপেন্সির হার এক থেকে দুই শতাংশ। আবার কিছু হোটেল অনির্দিষ্টকালের জন্য লকডাউন হয়েছে। এরূপ অবস্থা বহাল থাকলে হোটেলগুলোর পক্ষে তাদের অপারেশন কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। বিশ্বায়নের যুগে বর্তমান সরকার যে সেক্টরগুলোকে প্রাধান্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘ভিশন ২০২১’ থেকে উন্নয়নকল্প ২০৪১ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে হোটেল তথা পর্যটন শিল্প অন্যতম। এই অবস্থা থেকে উত্তরণ এবং পর্যটন শিল্প ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ এবং প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে অনুদান প্রদানের জন্য অর্থমন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
×