ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জে প্রশাসনের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৭:১৪, ৪ এপ্রিল ২০২০

পীরগঞ্জে প্রশাসনের ত্রাণ বিতরণ

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ পীরগঞ্জ উপজেলা প্রশাসন শনিবার পর্যন্ত ৪ হাজার ৪শ ৬৩ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া শ্রমিক, প্রতিবন্ধী, ভিক্ষুক, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছে। ৪৪.৬৩ মেঃটঃ চাল বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া সরকারি ভাবে ১ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে চাল, ডাল, ভোজ্য তেল ও আলু ক্রয় করে ৩শ ২১ পরিবারের মাঝে বিতরণ করেছে প্রশাসন। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তারিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া শনিবার দুপুরে ব্যক্তিগত উদ্দ্যোগে অগ্রণী ব্যাংক পীরগঞ্জ বাজার শাখার সিনিয়র অফিসার মোঃ শাহরিয়ার মাসুদ (রনি) ২শতাধিক অসহায় মানুষের মাঝে চাল, ডাল, ভোজ্য তেল ও আলু সহ মোট ৮ কেজি করে পণ্য সামগ্রী বিতরণ করেছে।
×