ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে দুই তাবলীগ সদস্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ০৭:০৭, ৪ এপ্রিল ২০২০

মুন্সীগঞ্জে দুই তাবলীগ সদস্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে দু’জন তাবলীগ জামাতের সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই দু’জন ভারতের দিল্লির মসজিদে তাবলিগ থেকে বাড়ি ফিরেন। খবর পেয়ে শুক্রবার রাতে তাদের বাড়ি থেকে প্রশাসন এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে আসে। ইছাপুরাস্থ এই উপজেলা হাসপাতালটির একটি বড় কক্ষে এক সাথে দু’জনকে রাখা হয়েছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ শনিবার বিকালে জানান, দু’জনই যুবক। তারা পুরোপুরি এখন সুস্থ্য আছেন। তারপরও যেহেতু ঐ মসজিদের অনেক তাললীগ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, এসব বিবেচনায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
×