ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে বাস চালক ও কাউন্টার মাস্টার আটক

প্রকাশিত: ০২:৫৪, ৪ এপ্রিল ২০২০

ঠাকুরগাঁওয়ে বাস চালক ও কাউন্টার মাস্টার আটক

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সরকারি নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁওয়ে গোপনে মৌমিতা পরিবহন নামের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা যাবার পথে বাসটির চালক আব্দুল্লাহ (২৬) ও কাউন্টার মাস্টার পারভেজকে(২৭) আটক করেছে পুলিশ। শুক্রবার রাত নয়টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ী কেবি ফিলিং স্টেশনের সামনে বাসটিকে আটক করা হয় বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ওই দ্ইুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আটককৃত বাস চালক আব্দুল্লাহ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আবুল কালাম আজাদের ছেলে ও পারভেজ একই এলাকার কামাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে এই বাসটি খোচাবাড়ী কেবি ফিলিং স্টেশনের সামনে থেকে ঢাকা যাবার উদ্দেশ্যে রাওনা হবে এমনি একটি খবর পাওয়া মাত্র সেখানে গিয়ে তাদের আটক করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মো: আব্দুল্লাহ সহ থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×